Ajker Patrika

বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪ 

বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪ 

পাকিস্তানের বেলুচিস্তানের একটি বাজারে আজ রোববার সকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ নিহত ও ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। 

বারখান জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হামিদ বলেছেন, রাখানি বাজারে বোমা বিস্ফোরণের পর বহু আহত মানুষকে রাখানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চার ব্যক্তি নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। 

বারখান জেলা প্রশাসক আবদুল্লাহ খোসো জানিয়েছেন, একটি মোটরসাইকেলে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) লাগানো ছিল। সেটি বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ওই এলাকা ঘিরে রেখেছে। তাঁরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। 

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখো গেছে, উদ্ধারকারীরা রক্তাক্ত আহত ব্যক্তিদের নিয়ে যাচ্ছেন। রাস্তার পাশে ছিন্নভিন্ন অবস্থায় মোটরসাইকেল পড়ে আছে। 

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো এই বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, দোষীদের গ্রেপ্তার করতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশকেও ঘটনার তদন্ত প্রতিবেদনে দিতে বলা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যারা এই হামলা চালিয়েছে, তারা বেলুচিস্তানে শান্তি ও উন্নয়নের শত্রু। তাদের অশুভ উদ্দেশ্য কখনোই সফল হবে না। 

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, ‘যত দ্রুত সম্ভব সন্ত্রাসীদের নির্মূল করতে হবে। তাদের ঘৃণ্য পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না।’ 

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত