পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অস্ত্রধারীদের হামলায় ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরকের সাহায্যে একটি ট্রাক উড়িয়ে দেওয়া হলে ওই ১১ জন নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ রোববার শেয়ার করা এক পোস্টে কাকার বিষয়টি নিশ্চিত করেন।
কাকার তাঁর পোস্টে লেখেন, ‘উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ জন নিরীহ শ্রমিকের নিহত হওয়ার বিষয়টি হৃদয়বিদারক। আমি দৃঢ়ভাবে এ ধরনের নির্মম সহিংসতার বিরোধিতা করছি এবং নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’
দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তসংলগ্ন ওয়াজিরিস্তানে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে, হামলাকারীরা দূরনিয়ন্ত্রিত কোনো যন্ত্রের সাহায্যে বিস্ফোরক দিয়ে শ্রমিকদের বহনকারী ট্রাকটি উড়িয়ে দেয়। নিহতরা সবাই নিকটস্থ একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করতেন।
উত্তর ওয়াজিরিস্তান পুলিশের ডেপুটি কমিশনার রেহান খটক বলেছেন, ‘তাঁরা (নিহতরা) নির্মাণাধীন একটি সেনা চৌকিতে কাজ করতেন। তাঁদের বহনকারী গাড়িটির নিচে আইইডি বিস্ফোরিত হলে তাঁরা নিহত হন।’ কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি কিংবা পুলিশও নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করেনি।
পাকিস্তানে সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে একটি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় সশস্ত্র হামলার সংখ্যা বেড়ে গেছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান ছাড়াও ইসলামিক স্টেটসের মতো গোষ্ঠীও পাকিস্তানে বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে। গত মাসে এক হামলার ঘটনায় ৪৫ জন নিহত হয়েছিল।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অস্ত্রধারীদের হামলায় ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরকের সাহায্যে একটি ট্রাক উড়িয়ে দেওয়া হলে ওই ১১ জন নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ রোববার শেয়ার করা এক পোস্টে কাকার বিষয়টি নিশ্চিত করেন।
কাকার তাঁর পোস্টে লেখেন, ‘উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ জন নিরীহ শ্রমিকের নিহত হওয়ার বিষয়টি হৃদয়বিদারক। আমি দৃঢ়ভাবে এ ধরনের নির্মম সহিংসতার বিরোধিতা করছি এবং নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’
দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তসংলগ্ন ওয়াজিরিস্তানে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে, হামলাকারীরা দূরনিয়ন্ত্রিত কোনো যন্ত্রের সাহায্যে বিস্ফোরক দিয়ে শ্রমিকদের বহনকারী ট্রাকটি উড়িয়ে দেয়। নিহতরা সবাই নিকটস্থ একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করতেন।
উত্তর ওয়াজিরিস্তান পুলিশের ডেপুটি কমিশনার রেহান খটক বলেছেন, ‘তাঁরা (নিহতরা) নির্মাণাধীন একটি সেনা চৌকিতে কাজ করতেন। তাঁদের বহনকারী গাড়িটির নিচে আইইডি বিস্ফোরিত হলে তাঁরা নিহত হন।’ কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি কিংবা পুলিশও নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করেনি।
পাকিস্তানে সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে একটি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় সশস্ত্র হামলার সংখ্যা বেড়ে গেছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান ছাড়াও ইসলামিক স্টেটসের মতো গোষ্ঠীও পাকিস্তানে বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে। গত মাসে এক হামলার ঘটনায় ৪৫ জন নিহত হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৭ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৮ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৯ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগে