অনলাইন ডেস্ক
পাকিস্তানকে জঙ্গলের আইনে পরিচালিত দেশ আখ্যা দিয়ে আসিম মুনিরের ‘ফিল্ড মার্শাল’ হওয়া নিয়ে কটাক্ষ করেছেন তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তিনি এক এক্স পোস্টে বলেছেন, ‘দেশ এখন জঙ্গলের আইনে শাসিত হচ্ছে। জঙ্গলে রাজাই মানায়, ফিল্ড মার্শাল নয়।’ পাকিস্তানি দ্য ডনের পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বৃহস্পতিবার (২২ মে) আদিয়ালা কারাগারে আইনজীবী, সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই বিষয়টি নজরে আসে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে কটাক্ষ করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সেনাপ্রধানকে ‘ফিল্ড মার্শাল’ নয়, ‘রাজা’ উপাধি দেওয়া উচিত ছিল।
গত মঙ্গলবার (২০ মে) ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে জেনারেল আসিম মুনির অসামান্য ভূমিকার জন্য ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন। পাকিস্তানের ইতিহাসে প্রায় ৬০ বছর পর কোনো সামরিক কর্মকর্তাকে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করা হয়।
ইমরান খান তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘মাশা আল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করা হয়েছে। সত্যি বলতে, তাঁর জন্য রাজা উপাধি বেশি মানানসই হতো। কারণ, এখন দেশ জঙ্গলের আইন দ্বারা শাসিত হচ্ছে। আর সেই জঙ্গলে একটাই রাজা থাকে।’
গত বছরের আগস্ট থেকে একাধিক মামলায় কারাগারে থাকা ইমরান খান আরও বলেন, তাঁর সঙ্গে কোনো চুক্তির গুজব সম্পূর্ণ মিথ্যা। তিনি লিখেছেন, ‘আমার সঙ্গে কারও কোনো চুক্তি হয়নি, কোনো আলোচনাও চলছে না। এগুলো ভিত্তিহীন অভিযোগ।’ তবে তিনি সামরিক প্রতিষ্ঠানকে প্রকাশ্যে তাঁর সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যদি তারা সত্যিই পাকিস্তানের স্বার্থ ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে।
ইমরান খান বলেন, ‘দেশ এখন বাইরের হুমকি, সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক সংকটের সম্মুখীন। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি আগে কখনো নিজের জন্য কিছু চাইনি, এখনো চাইব না।’
ইমরান খান শাহবাজ শরিফের সরকারকে ভারতের আরেকটি সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক করে বলেন, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
শাহবাজ শরিফ আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি গণতন্ত্রের মূল চেতনাকে পিষে ফেলার প্রতিফলন। আপনি যখন এমন বার্তা দেন যে চোর যত বড় হবে, তার পদ তত উঁচু হবে—তখন আপনি ন্যায়বিচারকে কবর দেন।’ তিনি প্রেসিডেন্ট আসিফ জারদারির বোনের বিরুদ্ধে কর্মচারীদের নামে পাঁচটি অ্যাপার্টমেন্ট নিবন্ধনের একটি মামলার কথা উল্লেখ করেন, যিনি বর্তমানে বিদেশে রয়েছেন। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট আসিফ জারদারির বোনকে এ বিষয়ে কেউ প্রশ্ন করারও সাহস পায় না। শাহবাজ শরীফের বিরুদ্ধে ২২ বিলিয়ন পাকিস্তানি রুপি পাচারের অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে প্রধানমন্ত্রী করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ইমরান খান আরও বলেন, গত তিন বছরে পাকিস্তানের নৈতিক ও সাংবিধানিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। তোশাখানা-২ মামলায় একটি প্রহসনমূলক বিচার পুনরায় শুরু হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, কারাগারে তাঁর বোনেরা এবং আইনজীবীদের আদালতে ঢুকতে দেওয়া হচ্ছে না; তাঁর সঙ্গীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না; কয়েক মাস ধরে শিশুদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন; এমনকি তাঁর বইও দেওয়া হচ্ছে না এবং চিকিৎসক পর্যন্ত তাঁর কাছে যেতে পারছেন না। তিনি এটিকে আদালতের আদেশ ও আইনের ধারাবাহিক লঙ্ঘন বলে উল্লেখ করেন।
ইমরান খান খাইবার পাখতুনখাওয়ার কিছু এলাকায় ড্রোন হামলার তথ্য পেয়েছেন বলেও জানান। তিনি খাইবার পাখতুনখাওয়া সরকারকে কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাতে এবং এই ড্রোন হামলা বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানকে জঙ্গলের আইনে পরিচালিত দেশ আখ্যা দিয়ে আসিম মুনিরের ‘ফিল্ড মার্শাল’ হওয়া নিয়ে কটাক্ষ করেছেন তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তিনি এক এক্স পোস্টে বলেছেন, ‘দেশ এখন জঙ্গলের আইনে শাসিত হচ্ছে। জঙ্গলে রাজাই মানায়, ফিল্ড মার্শাল নয়।’ পাকিস্তানি দ্য ডনের পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বৃহস্পতিবার (২২ মে) আদিয়ালা কারাগারে আইনজীবী, সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই বিষয়টি নজরে আসে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে কটাক্ষ করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সেনাপ্রধানকে ‘ফিল্ড মার্শাল’ নয়, ‘রাজা’ উপাধি দেওয়া উচিত ছিল।
গত মঙ্গলবার (২০ মে) ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে জেনারেল আসিম মুনির অসামান্য ভূমিকার জন্য ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন। পাকিস্তানের ইতিহাসে প্রায় ৬০ বছর পর কোনো সামরিক কর্মকর্তাকে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করা হয়।
ইমরান খান তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘মাশা আল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করা হয়েছে। সত্যি বলতে, তাঁর জন্য রাজা উপাধি বেশি মানানসই হতো। কারণ, এখন দেশ জঙ্গলের আইন দ্বারা শাসিত হচ্ছে। আর সেই জঙ্গলে একটাই রাজা থাকে।’
গত বছরের আগস্ট থেকে একাধিক মামলায় কারাগারে থাকা ইমরান খান আরও বলেন, তাঁর সঙ্গে কোনো চুক্তির গুজব সম্পূর্ণ মিথ্যা। তিনি লিখেছেন, ‘আমার সঙ্গে কারও কোনো চুক্তি হয়নি, কোনো আলোচনাও চলছে না। এগুলো ভিত্তিহীন অভিযোগ।’ তবে তিনি সামরিক প্রতিষ্ঠানকে প্রকাশ্যে তাঁর সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যদি তারা সত্যিই পাকিস্তানের স্বার্থ ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে।
ইমরান খান বলেন, ‘দেশ এখন বাইরের হুমকি, সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক সংকটের সম্মুখীন। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি আগে কখনো নিজের জন্য কিছু চাইনি, এখনো চাইব না।’
ইমরান খান শাহবাজ শরিফের সরকারকে ভারতের আরেকটি সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক করে বলেন, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
শাহবাজ শরিফ আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি গণতন্ত্রের মূল চেতনাকে পিষে ফেলার প্রতিফলন। আপনি যখন এমন বার্তা দেন যে চোর যত বড় হবে, তার পদ তত উঁচু হবে—তখন আপনি ন্যায়বিচারকে কবর দেন।’ তিনি প্রেসিডেন্ট আসিফ জারদারির বোনের বিরুদ্ধে কর্মচারীদের নামে পাঁচটি অ্যাপার্টমেন্ট নিবন্ধনের একটি মামলার কথা উল্লেখ করেন, যিনি বর্তমানে বিদেশে রয়েছেন। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট আসিফ জারদারির বোনকে এ বিষয়ে কেউ প্রশ্ন করারও সাহস পায় না। শাহবাজ শরীফের বিরুদ্ধে ২২ বিলিয়ন পাকিস্তানি রুপি পাচারের অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে প্রধানমন্ত্রী করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ইমরান খান আরও বলেন, গত তিন বছরে পাকিস্তানের নৈতিক ও সাংবিধানিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। তোশাখানা-২ মামলায় একটি প্রহসনমূলক বিচার পুনরায় শুরু হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, কারাগারে তাঁর বোনেরা এবং আইনজীবীদের আদালতে ঢুকতে দেওয়া হচ্ছে না; তাঁর সঙ্গীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না; কয়েক মাস ধরে শিশুদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন; এমনকি তাঁর বইও দেওয়া হচ্ছে না এবং চিকিৎসক পর্যন্ত তাঁর কাছে যেতে পারছেন না। তিনি এটিকে আদালতের আদেশ ও আইনের ধারাবাহিক লঙ্ঘন বলে উল্লেখ করেন।
ইমরান খান খাইবার পাখতুনখাওয়ার কিছু এলাকায় ড্রোন হামলার তথ্য পেয়েছেন বলেও জানান। তিনি খাইবার পাখতুনখাওয়া সরকারকে কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাতে এবং এই ড্রোন হামলা বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
কেনিয়ার মাই-মাহিউ শহরে ১৩ বছর বয়সী শিশুরাও যৌন বাণিজ্যের শিকার—বিবিসি আফ্রিকা আই-এর গোপন অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক নির্মম বাস্তবতা। শহরটির অবস্থান একটি ব্যস্ত ট্রানজিট পয়েন্ট। এর ফলে এখানে প্রতিদিন প্রচুর ট্রাক আসা-যাওয়া করে।
২০ মিনিট আগেভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর জন্য অভিবাসী, বিশেষ করে ভারতীয় সম্প্রদায়ের মানুষকে দায়ী করছেন। একজন মন্তব্য করেন, ‘গুজরাটি, পাঞ্জাবি, গোয়ানিজরা যুক্তরাজ্যের জন্য এক ঝামেলা। ট্রাম্পের উচিত দ্রুত যুক্তরাজ্য দখল করা।’ আরও একজন লিখেছেন, ‘ভারতের সম্মান নষ্ট করার জন্য অন্য দেশের
১ ঘণ্টা আগেপরিবারের অমতে বিয়ে করায় বিয়ের এক বছর পর গুলি করে হত্যা করা হলো এক পাকিস্তানি দম্পতিকে। গতকাল রোববার পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের তথ্যমতে, নিহত দুজনের নাম সাকলাইন এবং আয়েশা। হত্যাকারী নিহত আয়েশার ভাই বলে প্রতিবেদনে জানিয়েছে ডন। হত্যাকারীকে আটক করা হয়েছে বলে
৩ ঘণ্টা আগেঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী, আদিবাসী আন্দোলনের অগ্রপথিক এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রধান শিবু সোরেন মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতা ও কিডনির জটিলতায় দীর্ঘদিন লড়াইয়ের পর আজ সোমবার সকালে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
৪ ঘণ্টা আগে