Ajker Patrika

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৪৪
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির গুজরাটের সন্ত্রাসবিরোধী আদালত। বিচার বিভাগ ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার মামলায় তাঁর বিরুদ্ধে গতকাল শুক্রবার এই পরোয়ানা জারি করা হয়েছে। 

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক রানা জাহিদ এ পরোয়ানা জারি করেছেন। 

গত বছরের আগস্টে সানাউল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দায়ের করা হয়েছিল। প্রথম তথ্য প্রতিবেদনে (এফআইআর) বলা হয়েছে, ২০২১ সালের ১৫ এপ্রিল এবং ২০২২ সালের ২৯ জানুয়ারি রানা সানাউল্লাহ জনসভায় বক্তৃতা দেওয়ার সময় পাঞ্জাবের পুলিশ কর্মকর্তাদের সন্তানদের হত্যার হুমকি দিয়েছেন। শুক্রবার গুজরাটের সন্ত্রাসবিরোধী আদালত মামলাটি গ্রহণ করেছে। 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শুনানির শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে পুলিশ। বিচারক প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন এবং গুজরাটের এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৭ মার্চ মন্ত্রীকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। 

মামলার একটি অনুলিপি ডনের হাতে এসেছে। ডন জানিয়েছে, শেখ শেকাজ আসলাম নামের এক ব্যক্তি সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারা, ৩৫৩ ধারা, ১৮৯ ধারা ও ৫০৬ ধারায় মন্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। 

মামলায় বলা হয়েছে, ‘সানাউল্লাহর বক্তব্যের উদ্দেশ্য ছিল বিচার বিভাগ, পাঞ্জাবের মুখ্য সচিব, কমিশনার এবং দেশের জনগণকে আতঙ্কিত করা। তাঁর উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের কাজ থেকে বিরত রাখা এবং তাদের আইনগত দায়িত্ব পালনে বাধা দেওয়া।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত