পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান আবারও একটি সাংকেতিক নথি হারানোর কথা স্বীকার করেছেন। নথিটি তিনি কোথায় রেখেছেন তা মনে করতে পারছেন না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তাদের।
অভিযোগ রয়েছে, ওই নথিটিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের যড়যন্ত্রের তথ্য আছে। পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে অপসারিত প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যাটক কারাগারে ফেডারেল তদন্ত সংস্থার (এফআইএ) তিন সদস্যের একটি দল জিজ্ঞাসাবাদ করেছে। নিখোঁজ সাংকেতিক নথি মামলার এ জিজ্ঞাসাবাদে নেতৃত্ব দিয়েছেন এফআইএর ডেপুটি ডিরেক্টর আইয়াজ খান।
সূত্র জানিয়েছে, পিটিআইর প্রধান ধৈর্যের সঙ্গে ঘণ্টাব্যাপী তদন্তকারী দলকে সহযোগিতা করেছেন। তবে গত বছর এক জনসমাবেশে তাঁর হাতে থাকা কাগজটি সাংকেতিক নথি বলে অস্বীকার করেছেন।
ইমরান খান দাবি করেন, ‘জনসভায় আমার হাতে থাকা কাগজটি মন্ত্রিসভা বৈঠকের নথি ছিল। কোনো সাংকেতিক নথি নয়।’ তবে কেন তিনি কাগজটিকে জনসমক্ষে সাংকেতিক নথি বলেছিলেন তার জবাব দেননি।
ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত সাংকেতিক নথি হারানো মামলার তদন্তের শেষ পর্যায়, যা আগামী সপ্তাহে শেষ হবে। শিগগিরই মামলার তদন্ত কর্মকর্তারা সিদ্ধান্তে আসতে পারস্পরিক বৈঠক শুরু করবেন এবং অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান আবারও একটি সাংকেতিক নথি হারানোর কথা স্বীকার করেছেন। নথিটি তিনি কোথায় রেখেছেন তা মনে করতে পারছেন না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তাদের।
অভিযোগ রয়েছে, ওই নথিটিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের যড়যন্ত্রের তথ্য আছে। পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে অপসারিত প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যাটক কারাগারে ফেডারেল তদন্ত সংস্থার (এফআইএ) তিন সদস্যের একটি দল জিজ্ঞাসাবাদ করেছে। নিখোঁজ সাংকেতিক নথি মামলার এ জিজ্ঞাসাবাদে নেতৃত্ব দিয়েছেন এফআইএর ডেপুটি ডিরেক্টর আইয়াজ খান।
সূত্র জানিয়েছে, পিটিআইর প্রধান ধৈর্যের সঙ্গে ঘণ্টাব্যাপী তদন্তকারী দলকে সহযোগিতা করেছেন। তবে গত বছর এক জনসমাবেশে তাঁর হাতে থাকা কাগজটি সাংকেতিক নথি বলে অস্বীকার করেছেন।
ইমরান খান দাবি করেন, ‘জনসভায় আমার হাতে থাকা কাগজটি মন্ত্রিসভা বৈঠকের নথি ছিল। কোনো সাংকেতিক নথি নয়।’ তবে কেন তিনি কাগজটিকে জনসমক্ষে সাংকেতিক নথি বলেছিলেন তার জবাব দেননি।
ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত সাংকেতিক নথি হারানো মামলার তদন্তের শেষ পর্যায়, যা আগামী সপ্তাহে শেষ হবে। শিগগিরই মামলার তদন্ত কর্মকর্তারা সিদ্ধান্তে আসতে পারস্পরিক বৈঠক শুরু করবেন এবং অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।
ইরানের শাহেদ ড্রোনের নকশা ব্যবহার করে এই ড্রোন উৎপাদনের জন্য বিশাল এক কারখানা নির্মাণ করেছে রাশিয়া। তাতারস্তান অঞ্চলের আলাবুগা শিল্প এলাকায় অবস্থিত এই কারখানা বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন উৎপাদন কেন্দ্র।
৪ ঘণ্টা আগেইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। শুক্রবার এই সিদ্ধান্ত দেশি-বিদেশি মহলে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে...
৬ ঘণ্টা আগেগাজায় চলমান যুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় এবং খাদ্যসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। ব্যাংকগুলো দীর্ঘদিন বন্ধ, স্থানীয় বাজারে ডিজিটাল লেনদেনও প্রায় অগ্রহণযোগ্য।
৬ ঘণ্টা আগেভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ শুক্রবার (৮ আগস্ট) সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় এই দুই নেতার।
৬ ঘণ্টা আগে