Ajker Patrika

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৩

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৩

ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় শুক্রবার ভোরে বিপজ্জনক মোড় নেওয়ার সময় বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৪৮ জন আহত হয়েছেন। খুজদার সিভিল হাসপাতালের মেডিকেল সুপার ইসমাইল বাজোইয়ের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। 

এর আগে খুজদারের ডেপুটি কমিশনার বাশির আহমেদ ১৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ডনকে বলেন, বাসের ১৫ জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে নয়তো হাসপাতালে নেওয়ার পথে। তিনি আরও বলেন, বাসের যাত্রীরা ওয়াধ শহরে সুফি সাধক আবদুল কাদের নকশবন্দির মাজারে বার্ষিক ওরস থেকে ফিরছিলেন। পথে সিন্ধু প্রদেশের দাদু শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। বাসের ছাদে চড়েও অনেকে ফিরছিলেন। নিহত সবাই সিন্ধু প্রদেশের বাসিন্দা। 

বার্তা সংস্থা এপিকে দুর্ঘটনায় আহত এক যাত্রী বলেন, গাড়ি সাবধানে চালাতে চালককে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। এমনকি গাড়ি চালানোর সময় তিনি গানও শুনছিলেন। এই দুর্ঘটনার জন্য বাসের চালকই দায়ী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

‘মালয়েশিয়ায় গ্রেপ্তার যুবকেরা সিরিয়া ও বাংলাদেশের জঙ্গিদের জন্য অর্থ পাঠাত’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত