দীর্ঘদিনের দেনদরবার শেষে আগামী অক্টোবর মাসের আগেই বিক্রি হয়ে যাচ্ছে পাকিস্তানের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। দেশটির বেসরকারিকরণ কমিশনের সচিব উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের কমিটি অন প্রাইভেটাইজেশনের সামনে উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১ অক্টোবরের আগেই পিআইএর বেসরকারিকরণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
পাকিস্তানের জাতীয় পতাকাবাহী এই বিমান পরিবহন সংস্থা ২০১১ সাল থেকেই লোকসানে চলছে। সরকার ভর্তুকি দিয়ে দিয়ে এত দিন সংস্থাটিকে পরিচালনা করেছে। ২০১৬ সালে এই সংস্থার ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩০০ কোটি ডলারে। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩০ কোটি ডলারে।
পরে গত বছরের জুনে পাকিস্তানের তৎকালীন সরকার লোকসানে চলা এই প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয়। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তানুসারে এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঠিক আগে নির্বাচন কমিশন সরকারকে এই সিদ্ধান্ত থেকে আপাতত বিরত থাকতে বলে।
পরে চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জানান, জুন মাসের শেষ দিক অথবা জুলাই মাসের শুরুর দিকেই পিআইএর বেসরকারিকরণ সম্পন্ন হবে। কিন্তু সেই সময়সীমা বাস্তবায়িত হয়নি। অবশেষে সরকারের পক্ষ থেকে নতুন তারিখ জানানো হলো।
উল্লেখ্য, পিআইএর বর্তমান দায় ৭৮ হাজার ৫০০ কোটি পাকিস্তানি রুপি বা ২৮১ কোটি ডলার। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত সংস্থাটির লোকসানই হয়েছে ৭১ হাজার ৩০০ কোটি রুপি। কেবল ২০২৩ সালেই সংস্থাটির মোট লোকসান ১১ হাজার ২০০ কোটি রুপি।
দীর্ঘদিনের দেনদরবার শেষে আগামী অক্টোবর মাসের আগেই বিক্রি হয়ে যাচ্ছে পাকিস্তানের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। দেশটির বেসরকারিকরণ কমিশনের সচিব উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের কমিটি অন প্রাইভেটাইজেশনের সামনে উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১ অক্টোবরের আগেই পিআইএর বেসরকারিকরণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
পাকিস্তানের জাতীয় পতাকাবাহী এই বিমান পরিবহন সংস্থা ২০১১ সাল থেকেই লোকসানে চলছে। সরকার ভর্তুকি দিয়ে দিয়ে এত দিন সংস্থাটিকে পরিচালনা করেছে। ২০১৬ সালে এই সংস্থার ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩০০ কোটি ডলারে। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩০ কোটি ডলারে।
পরে গত বছরের জুনে পাকিস্তানের তৎকালীন সরকার লোকসানে চলা এই প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয়। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তানুসারে এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঠিক আগে নির্বাচন কমিশন সরকারকে এই সিদ্ধান্ত থেকে আপাতত বিরত থাকতে বলে।
পরে চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জানান, জুন মাসের শেষ দিক অথবা জুলাই মাসের শুরুর দিকেই পিআইএর বেসরকারিকরণ সম্পন্ন হবে। কিন্তু সেই সময়সীমা বাস্তবায়িত হয়নি। অবশেষে সরকারের পক্ষ থেকে নতুন তারিখ জানানো হলো।
উল্লেখ্য, পিআইএর বর্তমান দায় ৭৮ হাজার ৫০০ কোটি পাকিস্তানি রুপি বা ২৮১ কোটি ডলার। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত সংস্থাটির লোকসানই হয়েছে ৭১ হাজার ৩০০ কোটি রুপি। কেবল ২০২৩ সালেই সংস্থাটির মোট লোকসান ১১ হাজার ২০০ কোটি রুপি।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৪ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৬ ঘণ্টা আগে