দীর্ঘদিনের দেনদরবার শেষে আগামী অক্টোবর মাসের আগেই বিক্রি হয়ে যাচ্ছে পাকিস্তানের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। দেশটির বেসরকারিকরণ কমিশনের সচিব উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের কমিটি অন প্রাইভেটাইজেশনের সামনে উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১ অক্টোবরের আগেই পিআইএর বেসরকারিকরণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
পাকিস্তানের জাতীয় পতাকাবাহী এই বিমান পরিবহন সংস্থা ২০১১ সাল থেকেই লোকসানে চলছে। সরকার ভর্তুকি দিয়ে দিয়ে এত দিন সংস্থাটিকে পরিচালনা করেছে। ২০১৬ সালে এই সংস্থার ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩০০ কোটি ডলারে। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩০ কোটি ডলারে।
পরে গত বছরের জুনে পাকিস্তানের তৎকালীন সরকার লোকসানে চলা এই প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয়। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তানুসারে এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঠিক আগে নির্বাচন কমিশন সরকারকে এই সিদ্ধান্ত থেকে আপাতত বিরত থাকতে বলে।
পরে চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জানান, জুন মাসের শেষ দিক অথবা জুলাই মাসের শুরুর দিকেই পিআইএর বেসরকারিকরণ সম্পন্ন হবে। কিন্তু সেই সময়সীমা বাস্তবায়িত হয়নি। অবশেষে সরকারের পক্ষ থেকে নতুন তারিখ জানানো হলো।
উল্লেখ্য, পিআইএর বর্তমান দায় ৭৮ হাজার ৫০০ কোটি পাকিস্তানি রুপি বা ২৮১ কোটি ডলার। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত সংস্থাটির লোকসানই হয়েছে ৭১ হাজার ৩০০ কোটি রুপি। কেবল ২০২৩ সালেই সংস্থাটির মোট লোকসান ১১ হাজার ২০০ কোটি রুপি।
দীর্ঘদিনের দেনদরবার শেষে আগামী অক্টোবর মাসের আগেই বিক্রি হয়ে যাচ্ছে পাকিস্তানের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। দেশটির বেসরকারিকরণ কমিশনের সচিব উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের কমিটি অন প্রাইভেটাইজেশনের সামনে উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১ অক্টোবরের আগেই পিআইএর বেসরকারিকরণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
পাকিস্তানের জাতীয় পতাকাবাহী এই বিমান পরিবহন সংস্থা ২০১১ সাল থেকেই লোকসানে চলছে। সরকার ভর্তুকি দিয়ে দিয়ে এত দিন সংস্থাটিকে পরিচালনা করেছে। ২০১৬ সালে এই সংস্থার ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩০০ কোটি ডলারে। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩০ কোটি ডলারে।
পরে গত বছরের জুনে পাকিস্তানের তৎকালীন সরকার লোকসানে চলা এই প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয়। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তানুসারে এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঠিক আগে নির্বাচন কমিশন সরকারকে এই সিদ্ধান্ত থেকে আপাতত বিরত থাকতে বলে।
পরে চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জানান, জুন মাসের শেষ দিক অথবা জুলাই মাসের শুরুর দিকেই পিআইএর বেসরকারিকরণ সম্পন্ন হবে। কিন্তু সেই সময়সীমা বাস্তবায়িত হয়নি। অবশেষে সরকারের পক্ষ থেকে নতুন তারিখ জানানো হলো।
উল্লেখ্য, পিআইএর বর্তমান দায় ৭৮ হাজার ৫০০ কোটি পাকিস্তানি রুপি বা ২৮১ কোটি ডলার। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত সংস্থাটির লোকসানই হয়েছে ৭১ হাজার ৩০০ কোটি রুপি। কেবল ২০২৩ সালেই সংস্থাটির মোট লোকসান ১১ হাজার ২০০ কোটি রুপি।
গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) ছিল ইহুদি ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র দিন ‘ইয়োম কিপুর’। এ দিন ইংল্যান্ডের ম্যানচেস্টারের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) ভয়াবহ হামলার ঘটনা ঘটান জিহাদ আল-শামি। ৩৫ বছর বয়সী এই ব্যক্তি গাড়ি চালিয়ে ভবনের ভেতরে ঢুকে পড়েন এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালান। এতে দুজন নিহত ও তি
৪৪ মিনিট আগেরণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগগুলো প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং তাদের অভ্যাস হলো প্রতিনিয়ত অন্য কারও ওপর দোষ চাপানোর চেষ্টা করা।’
১ ঘণ্টা আগেদেশে টিকটকের কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া সরকার। দেশটির ডিজিটাল মন্ত্রণালয় জানিয়েছে, জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটি সম্প্রতি অনুষ্ঠিত বিক্ষোভের সময় লাইভ স্ট্রিম ফিচারের অপব্যবহার সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।
২ ঘণ্টা আগেইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি।
২ ঘণ্টা আগে