Ajker Patrika

ইমরান খান ছাড়া পিটিআইয়ের আরও যেসব নেতা গ্রেপ্তার 

আপডেট : ১১ মে ২০২৩, ১৪: ০৩
ইমরান খান ছাড়া পিটিআইয়ের আরও যেসব নেতা গ্রেপ্তার 

এবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) ভোরে কুরেশিকে গিলগিট বালতিস্তানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদ পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ।

এর আগে বুধবার গভীর রাতে পিটিআইয়ের মহাসচিব আসাদ উমরকে গ্রেপ্তার করা হয়। পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে জামশেদ ইকবাল চিমা, ফালাকনাজ চিত্রালি, মুসাররাত জামশেদ চিমা ও মালেকা বোখারিকে। 

এক টুইটার পোস্টে ইসলামাবাদ পুলিশ জানায়, সহিংস বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগে পিটিআই নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গুজব ছড়ালে এবং সহিংসতা উসকে দিলে ভবিষ্যতে আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে বলে সতর্ক করে পুলিশ। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষে এখন পর্যন্ত বেশ কয়েকজনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৩০০ জন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২ হাজার বিক্ষোভকারীকে। 

এর আগে গত মঙ্গলবার পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধাসামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনএবি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত। গতকাল বুধবার তাঁকে ওই আদালতে নেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত