Ajker Patrika

ইমরানের অনাস্থা ভোটের অধিবেশন দেড় ঘণ্টার জন্য স্থগিত

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৪: ০১
ইমরানের অনাস্থা ভোটের অধিবেশন দেড় ঘণ্টার জন্য স্থগিত

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আজ শনিবার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের অধিবেশন শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে এই অধিবেশন শুরু হয়। 

অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি পাকিস্তানে শাসন পরিবর্তনের জন্য ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিবরণ দেন। এরপরই এর বিরোধিতা শুরু করে পাকিস্তানের বিরোধী দলগুলো। পরে অধিবেশন দেড় ঘণ্টার মুলতুবি ঘোষণা করেন স্পিকার। বাংলাদেশ সময় ১টা ৩০ মিনিটে এই অধিবেশন আবার শুরু হবে। 

ইমরান খানই অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হওয়া প্রথম প্রধানমন্ত্রী হতে পারেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কার্যকরভাবে এ মাসের শুরুতে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ইমরান খানের কোয়ালিশন সরকারের সাত আইনপ্রণেতা বিরোধীদের পক্ষে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের এক ডজনেরও বেশি আইনপ্রণেতা ইমরান খানের বিপক্ষে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। 

পাকিস্তানের বিরোধী দলগুলোর দাবি, পাকিস্তানের সংসদে ৩৪২ আসনের মধ্যে ১৭২ ভোট তাদের রয়েছে। বিরোধী দল এই ভোট পেলেই ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব বাতিল হবে। 

এদিকে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগের রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সুপ্রিম কোর্টের রায় তিনি মেনে নিয়েছেন। তবে বিদেশি শক্তির সঙ্গে সমঝোতা করে যদি কোনো গোষ্ঠী পাকিস্তানের ক্ষমতায় আসীন হতে চায়, সে ক্ষেত্রে তা মেনে নেবেন না বলে উল্লেখ করেছেন তিনি।

ইমরান খান সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে মেগাস্টার শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত