Ajker Patrika

মোদিকে টেলিভিশন বিতর্কে আসার আহ্বান ইমরান খানের  

মোদিকে টেলিভিশন বিতর্কে আসার আহ্বান ইমরান খানের  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিভিশন বিতর্কের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই দেশের মধ্যকার বিরোধ মেটাতে আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

 ৭৫ বছর আগে স্বাধীন হওয়ার পর থেকেই পরমাণু শক্তিধর এই দেশ দুটি এরই মধ্যে পরস্পরের বিরুদ্ধে তিনটি যুদ্ধে লড়েছে। এ ছাড়া স্বাধীনতার পর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের দাবিতে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব জড়িয়ে রয়েছে এই দেশ দুটি। 

রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘নরেন্দ্র মোদির সঙ্গে টিভি বিতর্ক করতে ভীষণভাবে আগ্রহী আমি এবং যদি বিতর্কের মাধ্যমে দুই দেশের পার্থক্যগুলো সমাধান করা যায় তা উপমহাদেশের কয়েক’শ কোটি মানুষের জন্য উপকারী হবে।’ 

ইমরান খান আরও বলেন, ‘দিনকে দিন ভারত পাকিস্তানের জন্য শত্রুভাবাপন্ন দেশ হয়ে ওঠায় দেশটির সঙ্গে বাণিজ্য শূন্যের কোটায় নেমে গেছে।’ 

তিনি আরও বলেন, ‘তাঁর সরকার সকল দেশের সঙ্গে কার্যকর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার নীতির ওপর জোর দেয়।’ 

তবে বিতর্কের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। 

এর আগে পাকিস্তানের শীর্ষ বাণিজ্যিক কর্মকর্তা রাজ্জাক দাউদও ইমরান খানের অনুরূপ মন্তব্য করেছিলেন। সংবাদমাধ্যমের কাছে দাউদ বলেছিলেন, তিনি ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করার পক্ষপাতী, যা উভয় পক্ষের জন্যই উপকার বয়ে আনবে। 

ইমরান খানের এই মন্তব্যটি এমন এক সময়ে এল যখন তিনি রাশিয়া সফরে যাওয়ার একেবারে শেষ সময়ে রয়েছেন। মস্কো সফরকালে ইমরান খান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। বিগত দুই দশকের মধ্যে কোনো পাকিস্তানি নেতার রাশিয়ায় প্রথম সফর এটি। 

চলমান ইউক্রেন সংকট শুরু আগেই রাশিয়া ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য দুই দিনের এ সফরের পরিকল্পনা করা হয়েছিল। তবে সংকট শুরুর পর সে প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এটি আমাদের উদ্বেগের বিষয় নয়। রাশিয়ার সঙ্গে আমাদের যে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে আমরা তা শক্তিশালী করতে চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

জুলাই নিয়ে ফেসবুকে পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত