পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে সহিংসতাসংক্রান্ত আটটি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত। আজ মঙ্গলবার ইমরান খানের আবেদনের শুনানি শেষে আদালত ৮ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খান আজ আল-কাদির ট্রাস্ট মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) সামনেও হাজির হবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে গতকাল একই মামলায় গ্রেপ্তার এড়াতে ইসলামাবাদের আদালতে জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। আদালত আগামী ৩১ মে পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছেন।
গত ১৮ মার্চ তোষাখানা মামলার শুনানি চলার সময় ইমরানের দল পিটিআইয়ের কর্মীরা পুলিশের ওপর হামলার পাশাপাশি ইসলামাবাদের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সে (এফজেসি) হামলা চালিয়েছিল বলে অভিযোগ করে পুলিশ। এ অভিযোগের পর ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর গোলরা, বরা কাহু, রমনা, খান্না ও সিটিডি পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়।
গতকাল ইমরান খান বলেছিলেন, ‘মঙ্গলবার (আজ) ইসলামাবাদ আদালতে একাধিক মামলায় জামিনের আবেদনের জন্য হাজিরা দেব। ৮০ শতাংশ আশঙ্কা রয়েছে, ওই সময় আমাকে সেখানে গ্রেপ্তার করা হবে।’
এর আগে গত ৯ মে পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জামিনে মুক্তি পান পিটিআই প্রধান। বিচারপতি মাইনগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানজুড়ে সহিংসতা হয়। ঘটে হতাহতের ঘটনা। এ ছাড়া গ্রেপ্তার করা হয় পিটিআইয়ের কয়েক হাজার নেতা-কর্মীকে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে সহিংসতাসংক্রান্ত আটটি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত। আজ মঙ্গলবার ইমরান খানের আবেদনের শুনানি শেষে আদালত ৮ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খান আজ আল-কাদির ট্রাস্ট মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) সামনেও হাজির হবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে গতকাল একই মামলায় গ্রেপ্তার এড়াতে ইসলামাবাদের আদালতে জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। আদালত আগামী ৩১ মে পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছেন।
গত ১৮ মার্চ তোষাখানা মামলার শুনানি চলার সময় ইমরানের দল পিটিআইয়ের কর্মীরা পুলিশের ওপর হামলার পাশাপাশি ইসলামাবাদের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সে (এফজেসি) হামলা চালিয়েছিল বলে অভিযোগ করে পুলিশ। এ অভিযোগের পর ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর গোলরা, বরা কাহু, রমনা, খান্না ও সিটিডি পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়।
গতকাল ইমরান খান বলেছিলেন, ‘মঙ্গলবার (আজ) ইসলামাবাদ আদালতে একাধিক মামলায় জামিনের আবেদনের জন্য হাজিরা দেব। ৮০ শতাংশ আশঙ্কা রয়েছে, ওই সময় আমাকে সেখানে গ্রেপ্তার করা হবে।’
এর আগে গত ৯ মে পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জামিনে মুক্তি পান পিটিআই প্রধান। বিচারপতি মাইনগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানজুড়ে সহিংসতা হয়। ঘটে হতাহতের ঘটনা। এ ছাড়া গ্রেপ্তার করা হয় পিটিআইয়ের কয়েক হাজার নেতা-কর্মীকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠক করেছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বৈঠকে ট্রাম্প কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। এ সময় মার্ক কার্নি সাফ জানিয়ে দিয়েছেন, ‘কানাডা বিক্রির জন্য নয়।’
২ ঘণ্টা আগেমাত্র ছয় বছর বয়সে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন ফরাসি মডেল থিলান ব্লন্ডো। এখন তিনি ২৪ বছর বয়সী—পুরোপুরি একজন প্রাপ্তবয়স্ক নারী। ছোটবেলার সেই চেহারার সঙ্গে তাঁর এখনকার রূপ-লাবণ্য বেশ ভিন্ন। তবে সৌন্দর্যে এখনো তিনি অনন্য।
২ ঘণ্টা আগেদীর্ঘ তিন বছর আলোচনার পর যুক্তরাজ্য ও ভারত একটি বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির ফলে ব্রিটিশ হুইস্কি, গাড়ি ও অন্যান্য পণ্যের ভারতে রপ্তানি সহজ হবে এবং ভারতের তৈরি পোশাক ও জুতার ওপর যুক্তরাজ্যে কর কমবে। ব্রিটিশ সরকার একে ‘ঐতিহাসিক মাইলফলক’ উল্লেখ করে জানিয়েছে, এই চুক্তিতে
৩ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে কানাডায় নতুন সরকার গঠনের এক সপ্তাহ যেতে না যেতেই দেশটিতে ভাঙনের সুর বেজে উঠেছে। আলবার্টার প্রিমিয়ার ডেনিয়েলি স্মিথ সম্প্রতি একটি লাইভ সম্প্রচারে জানিয়েছেন, ২০২৬ সালে একটি প্রাদেশিক গণভোটে কানাডা থেকে আলবার্টার বিচ্ছেদের প্রশ্ন তোলা হতে পারে। তবে এর আগে নাগরিক
৩ ঘণ্টা আগে