Ajker Patrika

পাকিস্তানে ১২৩ পিটিআই কর্মীকে খালাস দিল আদালত

পাকিস্তানে ১২৩ পিটিআই কর্মীকে খালাস দিল আদালত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত ৯ মে দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর উত্তাল হয়ে ওঠে দেশটি। সবচেয়ে বেশি সহিংসতা হয় পাঞ্জাব প্রদেশে। পাঞ্জাবে হাজারো তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মী ও বিক্ষোভকারীদের আটক করা হয়। এর মধ্য ১২৩ পিটিআই নেতা-কর্মীকে খালাস দেওয়া হয়েছে। 

আজ শনিবার লাহোরের হাইকোর্ট তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করে খালাস দিয়েছে। আদালতের নির্দেশে বলা হয়, উল্লেখিত গ্রেপ্তার ব্যক্তিদের অনতিবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সরকারকে আদেশ করা হলো। 

এসব পিটিআই কর্মীদের পাকিস্তানের ফয়সালবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁরা বর্তমানে পাঞ্জাবের বিভিন্ন কারাগারে রয়েছেন। 

পিটিআই নেতা ফাররুখ হাবিবের দাখিল করা জামিন আবেদনের প্রেক্ষিতে এ শুনানি হয়। লাহোর হাইকোর্টে এ শুনানির বিচারক ছিলেন আনোয়ারুল হক। 

এর আগে, পাকিস্তানে গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভ ফেটে পড়ে পিটিআই ও দেশটির সাধারণ জনগন। এতে নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে চারজন নিহত হয়। এই সহিংসতায় আহত হন ৯১ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

এর মধ্য শুধু পাঞ্জাবেই এক হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। সহিংসতা নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাদেও সেনাবাহিনী অবস্থান নেয়। 

এরপর আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার পিটিআই নেতা ইমরান খানকে অবিলম্বে মুক্তি দিতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

১১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের সমন পেয়ে ইমরানকে হাজিরের পর প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তারের বিরুদ্ধে সাবেক ক্রিকেটারের আপিল শুনানির সময় আদালত বলেন, আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার ‘অবৈধ’। তাকে ‘দ্রুত মুক্তি’ দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত