Ajker Patrika

পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগ

পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগ

সংকটে জর্জরিত হয়ে থাকা পাকিস্তানের অর্থনীতি বন্যার কারণে আরও বেশি বিপদে পড়ে গেছে। এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। স্থানীয় সময় গতকাল রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন। পরে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি পদত্যাগপত্র জামা দেন। 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রীর পদত্যাগের বিষয়ে পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দুই দফায় বৈঠক করে মিফতাহ। তাঁর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে দলটি জানায়, মিফতাহের স্থলাভিষিক্ত হবেন ইসহাক দার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দলের অন্যতম কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমর্থন রয়েছে এতে। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—ইসহাক দার, তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব, পিএমএল-এনের নেতা মালিক মোহাম্মদ আহমেদ খান এবং আহাদ চীমা। 

এদিকে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে আজ সোমবার দেশে ফেরার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। এসেই তিনি ইসহাক দারকে মন্ত্রিত্বে নিয়ে আসবেন বলে পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ডন। 

এর মধ্য দিয়ে বিগত চার বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগকারী পঞ্চম পাকিস্তানি অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। মিফতাহের পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ। বৈঠক শেষে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, মিফতাহ বলেছেন, ‘জনাব নওয়াজ আমাকে আমানত হিসেবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আমাকে মন্ত্রী বানিয়েছিলেন।’ বৈঠক শেষে মন্ত্রিসভার অন্য কোনো দায়িত্বে আসার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে সাংবাদিকদের ‘না’ বলে দেন মিফতাহ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত