Ajker Patrika

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রীকে আটকের অভিযোগ 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১০: ৫৭
পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রীকে আটকের অভিযোগ 

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরীকে আটকের অভিযোগ করেছে তাঁর পরিবার। পরিবারের দাবি, স্থানীয় সময় আজ বুধবার ভোরে লাহোরে নিজ বাসভবনের বাইরে থেকে তাঁকে আটক করা হয়েছে। ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়। 

ফাওয়াদ চৌধুরীর ভাই ফয়সাল চৌধুরী ফোনে ডনকে বলেন, ‘ভোর সাড়ে ৫টায় তাঁকে বাড়ির বাইরে থেকে চারটি গাড়ি এসে তুলে নেয়। গাড়িগুলোর কোনো নম্বর প্লেট ছিল না।

তিনি বলেন, পরিবার ফাওয়াদের অবস্থান সম্পর্কে অবগত ছিল না। ‘তাঁর বিরুদ্ধে নথিভুক্ত এফআইআর সম্পর্কেও আমাদের বিস্তারিত কোনো তথ্য দেওয়া হচ্ছে না।’ এ ঘটনাকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন ফয়সাল। এ নিয়ে তিনি আদালতে যাবেন বলে জানিয়েছেন।  

ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। দলের প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে উল্লেখ করে সরকারের সমালোচনা করার পর ফাওয়াদ চৌধুরীকে আটক করা হয়েছে।

পিটিআইয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ঘটনার কয়েকটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওগুলোতে পুলিশের একটি গাড়িবহরে করে ফাওয়াদ চৌধুরীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করা হয়। 

ফাওয়াদ চৌধুরীকে আটকের খবর জানিয়ে পিটিআই নেতা ফারুক হাবিব আজ সকালে টুইটার পোস্টে লেখেন, ‘আমদানি হওয়া সরকার বেকায়দায় পড়েছে।’ 

আরেক পিটিআই নেতা আলি জাইদিও দলের জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরীর গ্রেপ্তারের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, সরকার ‘এই দেশকে নরকের দিকে ঠেলে দেওয়ার জন্য নৈরাজ্য তৈরি করছে।’ এক টুইটার পোস্টে তিনি লেখেন, ‘পাকিস্তান আইন না মানা আইন প্রণেতাদের এবং দুর্নীতিবাজ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাতে একটি অরাজক রাষ্ট্র হয়ে উঠেছে।

তবে ডনের প্রতিবেদনে ফাওয়াদ চৌধুরীকে আটকের বিষয়ে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: নান্দাইলে সাবেক এমপি-মন্ত্রীকন্যার বিরুদ্ধে মামলা

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত