Ajker Patrika

পাকিস্তানে জনগণকে চা পান কমানোর আহ্বান

আপডেট : ১৫ জুন ২০২২, ১৬: ৪৪
পাকিস্তানে জনগণকে চা পান কমানোর আহ্বান

অর্থনীতিকে চাঙা রাখতে জনগণকে চা পানের পরিমাণ কমাতে বলা হয়েছে পাকিস্তানে। বিবিসি জানায়, জনগণকে চা পানের পরিমাণ কমিয়ে আনার এই আহ্বান জানিয়েছেন দেশটির পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল।

রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহসান ইকবাল বলেন, পাকিস্তানকে যেহেতু চা আমদানি করতে হয়, তাই এর পেছনে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। এ অবস্থায় দেশের মানুষ কিছুদিন চা কম খেলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের দ্রুত পতন ও উচ্চ আমদানি খরচ কমাতে এমন আহ্বান জানালেন মন্ত্রী। 

আহসান ইকবাল বলেন, ‘এক থেকে দুই কাপ চা কম পান করার জন্য সবাইকে অনুরোধ করছি। কারণ আমরা ঋণ করে চা আমদানি করি।’ এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ব্যবসায়ীদের দোকানপাট স্থানীয় সময় রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধ করারও পরামর্শ দেন তিনি। 

গত বছর ৬০ কোটি ডলারেরও বেশি মূল্যের চা আমদানি করেছে পাকিস্তান।চা আমদানিতে বিশ্বে শীর্ষস্থানে পাকিস্তান। গত বছর ৬০ কোটি ডলারেরও বেশি মূল্যের চা আমদানি করেছে দেশটি। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার। জুনের প্রথম সপ্তাহে তা কমে ১ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। 

উদ্ভূত পরিস্থিতিতে দেশটির জনগণকে চা পানের পরিমাণ কমানোর আহ্বান জানিয়েছে সরকার। এর আগে গত মাসে করাচির কর্মকর্তারা বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষায় বেশ কিছু অপ্রয়োজনীয় বিলাসবহুল পণ্য আমদানি সীমাবদ্ধ করেছিলেন।

চলতি বছর এপ্রিলে অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির নতুন প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। কয়েক মাসের ব্যবধানে অর্থনৈতিক সংকট নতুন সরকারকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। যদিও দেশটির এমন অর্থনৈতিক পরিস্থিতির জন্য ইমরান খানকেই দায়ী করছে শাহবাজ সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত