Ajker Patrika

পাকিস্তানে জ্বালানি সংকট তীব্র, আগেভাগে দোকানপাট বন্ধের নির্দেশ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৭: ১৬
পাকিস্তানে জ্বালানি সংকট তীব্র, আগেভাগে দোকানপাট বন্ধের নির্দেশ

জ্বালানি সংকট তীব্র হওয়ায় রাতে আগেভাগে দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানান, জ্বালানি ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনার মধ্যে এটি অন্যতম।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমদানি করা তেলের ওপর নির্ভরশীল হলে চলবে না। দেশের সব শপিং মল, বাজার ও দোকানপাট রাত সাড়ে আটটার মধ্যে বন্ধ করতে হবে। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের হলগুলো খালি করতে হবে রাত ১০টার মধ্যে। এমনকি রেস্তোরাঁগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

খাজা আসিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারি দপ্তরগুলোকে বিদ্যুৎ খরচ ৩০ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। বিদ্যুৎ বাঁচাতে কর্মীদের বাড়িতে বসে কাজের নির্দেশ দেওয়া হবে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।’ 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, পাকিস্তান সরকারের এই পরিকল্পনা নেওয়ার অন্যতম কারণ হলো দেশটির রিজার্ভে টান পড়েছে। সরকারি তথ্য অনুসারে, ডিসেম্বরে ৫৮০ কোটি ডলারে নেমে এসেছে দেশটির রিজার্ভ। এই রিজার্ভ দিয়ে বড়জোর এক মাসের মতো পণ্য আমদানি করা যাবে। এমন পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে যে ঋণ আসার কথা ছিল, তা-ও বিলম্বিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়েই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সরকার।

রাজনৈতিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতার কারণে পাকিস্তানের অর্থনীতির আজ এই হাল বলে মত বিশ্লেষকদের। এর মধ্যেই দীর্ঘদিন ধরে ভয়াবহ বন্যার কবলে ছিল দেশটি, যাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত