Ajker Patrika

পাকিস্তানের বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে ২০ কোটি ডলার ঋণ বিশ্বব্যাংকের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৩
পাকিস্তানের বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে ২০ কোটি ডলার ঋণ বিশ্বব্যাংকের

পাকিস্তানের বিদ্যুৎ বিভাগের সেবার মান বাড়ানো ও জ্বালানি খাত সংস্কারের লক্ষ্যে ১৯ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডাইরেক্টরস এ ঋণ অনুমোদন দিয়েছে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিশ্বব্যাংকের দেওয়া বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, 'ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ইডিইআইপি) দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষভাবে বিদ্যুৎ সরবরাহ পরিচালনায় এবং গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়তা করবে। প্রকল্পের অধীনে কর্মীদের কর্মক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ করা হবে। নতুন প্রযুক্তি ও তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো এবং ক্ষতি কমানোতেও ভূমিকা রাখবে। বিদ্যুতের গ্রিড স্টেশন, ট্রান্সমিশন লাইন স্থাপনসহ জলবায়ুবান্ধব অবকাঠামোতেও বিনিয়োগ করবে এই প্রকল্প। 

ঋণ প্রসঙ্গে পাকিস্তানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর নাজি বেনহাসাইন বলেন, বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদি লাভ-লোকসান নির্ভর করে গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দক্ষতার উন্নতির ওপর। বিশ্বব্যাংকের এই উদ্যোগ আরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানকে এই খাতে অংশগ্রহণের সুযোগ করে দেবে বলেও তিনি মনে করেন। 

প্রকল্পের নেতৃত্বে থাকা মোহাম্মদ সাকিব বলেন, প্রকল্পটি হায়দরাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, মুলতান ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এবং পেশোয়ার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির কার্যক্রমের ওপর গুরুত্ব দেবে। জ্বালানি মন্ত্রণালয়ের নেতৃত্বে এই প্রকল্প ট্রান্সমিশন ও সরবরাহের ক্ষতি কমাবে এবং সেক্টরের আর্থিক কর্মক্ষমতা উন্নত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আবাসিক, কৃষি, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের জন্য বিদ্যুৎ নির্ভরযোগ্যতা বাড়বে এবং কার্বন নিঃসরণ কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই নিয়ে ফেসবুকে পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

ভালো নেই ওয়েল গ্রুপ

গাজায় ইসরায়েলি ‘গণহত্যায়’ সহযোগিতা করছে যেসব বহুজাতিক কোম্পানি

বিএনপির অনুষ্ঠানে সাংবাদিককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা, প্রতিবাদ জানালেন ফখরুল

৪০ ঘণ্টার যানজটে ৩ জনের মৃত্যু, সড়ক কর্তৃপক্ষের প্রশ্ন ‘মানুষ এত তাড়াতাড়ি বেরোয় কেন?’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত