পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি ব্যস্ত বাজারে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হন। বেলুচিস্তানে একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ও বেশ কয়েকটি ইসলামপন্থী সশস্ত্র গ্রুপ রয়েছে। ধারণা করা হচ্ছে, তারাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।
পুলিশ কর্মকর্তা আজফার মেহসার বলেছেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। ডিভাইসটি একটি মোটরসাইকেলে লাগানো ছিল এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।’
আজফার মেহসার আরও জানান, বিস্ফোরণে চার ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
এদিকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, ‘তদন্তের অজুহাতে বেলুচ নাগরিকদের সঙ্গে অমানবিক আচরণ করার কারণে পুলিশকে হত্যা করা হয়েছে।’ তবে তারা বেসামরিক দুই নাগরিকের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেনি।
কোয়েটার স্যান্ডেমান প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেসামরিক হতাহতদের মধ্যে একটি পাঁচ বছর বয়সী মেয়েও রয়েছে।’
বেলুচিস্তানে জঙ্গিদের সঙ্গে প্রায় এক বছর ধরে লড়াই করছে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেশির ভাগ সময় তারা লড়াই করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে। এই সংগঠন ‘পাকিস্তানি তালেবান’ নামেও পরিচিত।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি ব্যস্ত বাজারে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হন। বেলুচিস্তানে একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ও বেশ কয়েকটি ইসলামপন্থী সশস্ত্র গ্রুপ রয়েছে। ধারণা করা হচ্ছে, তারাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।
পুলিশ কর্মকর্তা আজফার মেহসার বলেছেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। ডিভাইসটি একটি মোটরসাইকেলে লাগানো ছিল এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।’
আজফার মেহসার আরও জানান, বিস্ফোরণে চার ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
এদিকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, ‘তদন্তের অজুহাতে বেলুচ নাগরিকদের সঙ্গে অমানবিক আচরণ করার কারণে পুলিশকে হত্যা করা হয়েছে।’ তবে তারা বেসামরিক দুই নাগরিকের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেনি।
কোয়েটার স্যান্ডেমান প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেসামরিক হতাহতদের মধ্যে একটি পাঁচ বছর বয়সী মেয়েও রয়েছে।’
বেলুচিস্তানে জঙ্গিদের সঙ্গে প্রায় এক বছর ধরে লড়াই করছে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেশির ভাগ সময় তারা লড়াই করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে। এই সংগঠন ‘পাকিস্তানি তালেবান’ নামেও পরিচিত।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে