পাকিস্তানের কোয়েটা শহরের একটি বিলাসবহুল হোটেলে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১২ জন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, কোয়েটা সেরেনা হোটেলের পার্কিং লটে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন ।
ধারণা করা হচ্ছে, পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তবে ঘটনাস্থলে তিনি ছিলেন না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ওই বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, উদ্ধার কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনী। কাউকে ঘটনাস্থলে যেতে দেয়া হয়নি।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে সেখানকার কোনো গাড়িতে বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। তিনি জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা ওই বিস্ফোরণে নিহত হয়েছেন।
এই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামি সশস্ত্র গোষ্ঠী তালেবান।
বার্তা সংস্থা রয়টার্সকে তেহেরিক-এ-তালেবান পাকিস্তানের(টিটিপি) একজন মুখপাত্র রয়টার্সকে জানায়, এটি ছিল একটি আত্মঘাতী হামলা। যেখানে আমাদের হামলাকারী হোটেলটিতে বোমাভর্তি গাড়ি ব্যবহার করেছেন।
এই ঘটনার কিছু পরে এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ লানগোভ বলেন, আমাদের নিজেদের লোকজনই এ ধরনের সন্ত্রাসী হামলায় জড়িত।
তবে ওই হামলার আগে কোনো ধরনের হুমকি ছিল না বলেও উল্লেখ করেন তিনি।পাকিস্তানের কোয়েটা শহরের একটি বিলাসবহুল হোটেলে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১২ জন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কোয়েটা সেরেনা হোটেলটি প্রাদেশিক পার্লামেন্ট ভবন এবং ইরান কনস্যুলেটের খুব কাছে অবস্থিত ছিল। পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের খনিসমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটা। সেখানে প্রায়ই স্থানীয় জাতীয়তাবাদীরা বিদ্রোহ করেন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বেলুচিস্তানের গোয়াদার বন্দর।
পাকিস্তানের কোয়েটা শহরের একটি বিলাসবহুল হোটেলে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১২ জন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, কোয়েটা সেরেনা হোটেলের পার্কিং লটে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন ।
ধারণা করা হচ্ছে, পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তবে ঘটনাস্থলে তিনি ছিলেন না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ওই বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, উদ্ধার কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনী। কাউকে ঘটনাস্থলে যেতে দেয়া হয়নি।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে সেখানকার কোনো গাড়িতে বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। তিনি জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা ওই বিস্ফোরণে নিহত হয়েছেন।
এই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামি সশস্ত্র গোষ্ঠী তালেবান।
বার্তা সংস্থা রয়টার্সকে তেহেরিক-এ-তালেবান পাকিস্তানের(টিটিপি) একজন মুখপাত্র রয়টার্সকে জানায়, এটি ছিল একটি আত্মঘাতী হামলা। যেখানে আমাদের হামলাকারী হোটেলটিতে বোমাভর্তি গাড়ি ব্যবহার করেছেন।
এই ঘটনার কিছু পরে এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ লানগোভ বলেন, আমাদের নিজেদের লোকজনই এ ধরনের সন্ত্রাসী হামলায় জড়িত।
তবে ওই হামলার আগে কোনো ধরনের হুমকি ছিল না বলেও উল্লেখ করেন তিনি।পাকিস্তানের কোয়েটা শহরের একটি বিলাসবহুল হোটেলে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১২ জন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কোয়েটা সেরেনা হোটেলটি প্রাদেশিক পার্লামেন্ট ভবন এবং ইরান কনস্যুলেটের খুব কাছে অবস্থিত ছিল। পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের খনিসমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটা। সেখানে প্রায়ই স্থানীয় জাতীয়তাবাদীরা বিদ্রোহ করেন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বেলুচিস্তানের গোয়াদার বন্দর।
ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প পদত্যাগ করেছেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশটির ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপে ক্যাবিনেটের সমর্থন না পাওয়ার প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান মার্জোরি টেইলর গ্রিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর ডানপন্থী মিত্র। ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে বলে একাধিকবার উল্লেখ করেছেন তিনি। রিপাবলিকান পার্টিতে ইসরায়েলের বর্বরতা নিয়ে সরব নেতাদের মধ্যে তিনি অন্যতম।
৫ ঘণ্টা আগেশতদ্রু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় পাকিস্তানের পাঞ্জাবে বন্যার হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল শনিবার গণ্ডা সিং ওয়ালা এলাকায় নদীর পানি বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগেইসরায়েলি আগ্রাসনের মুখে ব্যাপকভাবে ধুঁকতে থাকা গাজাবাসীর জন্য মানবিক সহায়তা নিশ্চিতে অঞ্চলটিতে জাতিসংঘের বিশেষ সশস্ত্র বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিন্স। স্থানীয় সময় গতকাল আইরিশ গণমাধ্যমে এই বিষয়টি প্রকাশিত হয়।
৬ ঘণ্টা আগে