Ajker Patrika

পাক সেনাপ্রধানকে পদত্যাগের আহ্বান জানানোয় সাবেক মেজরের ছেলের জেল

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২০: ৫৯
পাক সেনাপ্রধানকে পদত্যাগের আহ্বান জানানোয় সাবেক মেজরের ছেলের জেল

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে পদত্যাগের আহ্বান জানানোয় দেশটির অবসরপ্রাপ্ত এক মেজর জেনারেলের ছেলেকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন সামরিক আদালত। বিবিসি উর্দুর বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

বিবিসি উর্দুর বরাত দিয়ে এএনআইর প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান জেনারেল বাজওয়ার মেয়াদ বৃদ্ধির সমালোচনা করে একটি চিঠি লিখেছিলেন সাবেক সেনা জেনারেলের ওই ছেলে। চিঠিতে সেনাবাহিনীর প্রধানের পদ ছাড়তে বাজওয়ার প্রতি আহ্বান জানানো হয়। 

 প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে পাক সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধির সমালোচনা করার দায়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাফর মেহেদি আসকারির ছেলে হাসান আসকারিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।  চলতি বছরের জানুয়ারিতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় ইসলামাবাদের হাইকোর্টে।

 সামরিক আদালতে বেসামরিক নাগরিকের বিচার হতে পারে কি-না, সেটি নিয়ে বিতর্কের তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত