প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট আরিফ আলভি পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর বিরোধী দলের নেতারা পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফের নাম ঘোষণা করেছেন। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শাহবাজ শরিফ ইতিমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে সংসদে ভাষণও দিয়েছেন।
এদিকে পাকিস্তান পিপলস পার্টির নেতা শেরি রেহমান একটি ভিডিও টুইটে দাবি করেছেন যে বিরোধী দলের ১৯৭ জন সদস্য পাকিস্তান মুসলিম লীগের আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন।
সাদিক নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর পুনরায় ভোটাভুটি চালু করেন। ততক্ষণে ক্ষমতাসীন জোটের সদস্যরা সংসদ ছেড়ে চলে যান। তবে বিরোধীরা প্রস্তাবের পক্ষে ভোট দেন।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল রোববার পার্লামেন্ট বিলুপ্ত করার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের বিরোধী দলের নেতারা। তাঁরা ইমরান খানের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহিতা’ এবং দেশের সংবিধানকে নস্যাৎ করার অভিযোগ এনেছেন।
ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা ভোট সফল হলে বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হবেন বলে আশা করা হয়েছিল। গতকাল পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তা নাকচ করে দেন। এরপর ক্ষুব্ধ শাহবাজ শরিফ বলেন, ‘ইমরান খান সংবিধান লঙ্ঘন করেছেন এবং সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।’
শাহবাজ শরিফ টুইটার পোস্টে লিখেছেন, ‘এটি ভয়ংকর রাষ্ট্রদ্রোহিতার চেয়ে কম কিছু নয়। ইমরান খান দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছেন। সংবিধান লঙ্ঘনের পরিণতি হবে ভয়াবহ।’
এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ‘বিরোধীরা সংসদ ছেড়ে যাবে না।’ তিনিও ইমরান খানের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ করেছেন। তিনিও এক টুইটার পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানের সংবিধান রক্ষা ও সুসংহত রাখতে সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানাই।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফও ইমরান খান এবং তার সরকারের সদস্যদের বিরুদ্ধে উচ্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করেছেন। তিনি সংবিধানের একটি ধারা উল্লেখ করে টুইটারে লিখেছেন, ‘কেউ সংবিধান স্থগিত বা বিকৃত করার চেষ্টা করলে উচ্চ রাষ্ট্রদ্রোহের জন্য দোষী হবে। তাদের অবশ্যই সংবিধানের অনুচ্ছেদ ৬ এর অধীনে বিচার হওয়া উচিত।’
এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, মার্কিন কর্মকর্তারা পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট আরিফ আলভি পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর বিরোধী দলের নেতারা পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফের নাম ঘোষণা করেছেন। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শাহবাজ শরিফ ইতিমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে সংসদে ভাষণও দিয়েছেন।
এদিকে পাকিস্তান পিপলস পার্টির নেতা শেরি রেহমান একটি ভিডিও টুইটে দাবি করেছেন যে বিরোধী দলের ১৯৭ জন সদস্য পাকিস্তান মুসলিম লীগের আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন।
সাদিক নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর পুনরায় ভোটাভুটি চালু করেন। ততক্ষণে ক্ষমতাসীন জোটের সদস্যরা সংসদ ছেড়ে চলে যান। তবে বিরোধীরা প্রস্তাবের পক্ষে ভোট দেন।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল রোববার পার্লামেন্ট বিলুপ্ত করার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের বিরোধী দলের নেতারা। তাঁরা ইমরান খানের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহিতা’ এবং দেশের সংবিধানকে নস্যাৎ করার অভিযোগ এনেছেন।
ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা ভোট সফল হলে বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হবেন বলে আশা করা হয়েছিল। গতকাল পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তা নাকচ করে দেন। এরপর ক্ষুব্ধ শাহবাজ শরিফ বলেন, ‘ইমরান খান সংবিধান লঙ্ঘন করেছেন এবং সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।’
শাহবাজ শরিফ টুইটার পোস্টে লিখেছেন, ‘এটি ভয়ংকর রাষ্ট্রদ্রোহিতার চেয়ে কম কিছু নয়। ইমরান খান দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছেন। সংবিধান লঙ্ঘনের পরিণতি হবে ভয়াবহ।’
এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ‘বিরোধীরা সংসদ ছেড়ে যাবে না।’ তিনিও ইমরান খানের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ করেছেন। তিনিও এক টুইটার পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানের সংবিধান রক্ষা ও সুসংহত রাখতে সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানাই।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফও ইমরান খান এবং তার সরকারের সদস্যদের বিরুদ্ধে উচ্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করেছেন। তিনি সংবিধানের একটি ধারা উল্লেখ করে টুইটারে লিখেছেন, ‘কেউ সংবিধান স্থগিত বা বিকৃত করার চেষ্টা করলে উচ্চ রাষ্ট্রদ্রোহের জন্য দোষী হবে। তাদের অবশ্যই সংবিধানের অনুচ্ছেদ ৬ এর অধীনে বিচার হওয়া উচিত।’
এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, মার্কিন কর্মকর্তারা পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং নিশ্চিত করেছেন, তাঁর সরকার রাশিয়া থেকে হেলিকপ্টার সংগ্রহ অব্যাহত রেখেছে। চার বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে এসব হেলিকপ্টার থেকে মারাত্মক হামলা অব্যাহত থাকলেও রাশিয়া থেকে এগুলো কেনা অব্যাহত রয়েছে। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের
৩৪ মিনিট আগেভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল প্রদেশ। কয়েক দিনের ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে এ বন্যা পরিস্থিতি। সবশেষ পাওয়া খবর পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৯ জন। তবে, এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
৪১ মিনিট আগেফাত্তুওয়ালা গ্রাম। পাকিস্তান সীমান্তবর্তী একটি ভারতীয় গ্রাম। অবস্থিত পাঞ্জাব রাজ্যে। এই গ্রামে একটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ বা বিমান অবতরণকেন্দ্র ছিল ভারতীয় বিমানবাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি নিয়মিতই ব্যবহৃত হতো। কিন্তু যুদ্ধ শেষ হলে তা পরিত্যক্ত হয়। দীর্ঘদিন পরিত্যক্ত দেখে সেই এয়ারস্ট্রিপটির
১ ঘণ্টা আগেভারতে ১৯ বছর বয়সী এক তরুণীকে গলা কেটে হত্যা করেছে অভিষেক কষ্টি নামে এক যুবক। সম্প্রতি মধ্যপ্রদেশের একটি হাসপাতালে ঘটেছে এ ভয়ংকর হত্যাকাণ্ড। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে