Ajker Patrika

সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলায় উপস্থাপনা থেকে সরানো হলো হামিদ মীরকে

আপডেট : ০১ জুন ২০২১, ১৫: ৪৮
সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলায় উপস্থাপনা থেকে সরানো হলো  হামিদ মীরকে

ঢাকা: সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলায় পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিও নিউজ কর্তৃপক্ষ ক্যাপিটাল টক নামের অনুষ্ঠানের উপস্থাপনা থেকে প্রখ্যাত সাংবাদিক হামিদ মীরকে সরিয়ে দিয়েছে। গতকাল সোমবার এমনটি ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরাকে মীর বলেন, জিও কর্তৃপক্ষ আমাকে জানাল যে আমি ওই অনুষ্ঠানে উপস্থাপনা করতে পারব না। তারা জানিয়েছে যে প্রচুর চাপ আসছে। কিন্তু কোথা থেকে এ চাপ আসছে তা নিয়ে কিছু জানায়নি।

জিও নিউজ কর্তৃপক্ষও হামিদ মীরকে অনুষ্ঠান উপস্থাপনা থেকে সরিয়ে দেওয়ার কথা নিশ্চিত করেছে। একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে হামিদ মীরকে বহিষ্কার করার জন্য জিও নিউজকে চাপ দেওয়া হচ্ছে।

পাকিস্তানের সরকার এবং সেনাদের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক আসাদ আলি তুরের ওপর গত সপ্তাহে ইসলামাবাদে হামলা চালায় তিনজন অজ্ঞাত ব্যক্তি।

এই হামলার প্রতিবাদে গত শুক্রবার ইসলামাবাদে আয়োজিত একটি প্রতিবাদ সভায় অংশ নিয়ে হামিদ মীর জানান, পাকিস্তান সেনাবাহিনী এবং সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া জড়িত থাকতে পারে।

হামিদ মীর বলেন, যদি আপনারা আমাদের বাড়ি ভেঙে আমাদের ওপর নির্যাতন করেন আমরা হয়তো আপনাদের বাড়িতে প্রবেশ করতে পারব না। কারণ আপনাদের কাছে বন্দুক রয়েছে। তবে আমরা আপনাদের কর্মকাণ্ড জনসম্মুখে নিয়ে আসতে পারি।

এর আগে ২০১৪ সালে পাকিস্তানের জিও টেলিভিশনের নির্বাহী সম্পাদক ও জনপ্রিয় উপস্থাপক হামিদ মীর অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হন। ওই ঘটনার আগে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন হামিদ মীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত