Ajker Patrika

চুরির অভিযোগে পাকিস্তানে ৪ নারীকে বিবস্ত্র করে মারধর  

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ১৯
চুরির অভিযোগে পাকিস্তানে ৪ নারীকে বিবস্ত্র করে মারধর  

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের একটি মার্কেটে চুরির অভিযোগে চার নারীকে বিবস্ত্র করে পিটিয়েছে একদল দুর্বৃত্ত। গত সোমবার এ ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর পাঁচজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার ফয়সালাবাদের বাওয়া চক মার্কেটে ওই চার নারীকে মারধর, বিবস্ত্র করে ভিডিও ধারণ করে একদল দুর্বৃত্ত। ওই নারীদের বিবস্ত্র করে মারধরের পর এক ঘণ্টা ধরে হাঁটানো হয়।

পাকিস্তানের পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র গতকাল মঙ্গলবার টুইট বার্তায় বলেন, ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। 

গত সোমবার নির্যাতনের শিকার এক নারী একটি এফআইআর দায়ের করেন। 

এফআইআরে বলা হয়েছে, ওই চার নারী পরিচ্ছন্নতাকর্মী। তাঁরা ময়লা সংগ্রহ করতে ফয়সালাবাদের বাওয়া চক মার্কেটের একটি বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির দোকানে যান। তৃষ্ণার্ত থাকায় সেখানে দোকানের এক কর্মীর কাছে এক বোতল পানি চান তাঁরা। এ সময় দোকানের মালিক চিৎকার শুরু করেন। ওই নারীরা চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। চিৎকার শুনে পরে অন্য দোকানিরাও সেখানে পৌঁছান। তারপর তাঁদের মারতে শুরু করেন দোকানিরা ৷ 

ফয়সালাবাদের পুলিশপ্রধান ডা. মোহাম্মদ আবিদ খান বলেছেন, অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই নিয়ে ফেসবুকে পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

ভালো নেই ওয়েল গ্রুপ

গাজায় ইসরায়েলি ‘গণহত্যায়’ সহযোগিতা করছে যেসব বহুজাতিক কোম্পানি

বিএনপির অনুষ্ঠানে সাংবাদিককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা, প্রতিবাদ জানালেন ফখরুল

৪০ ঘণ্টার যানজটে ৩ জনের মৃত্যু, সড়ক কর্তৃপক্ষের প্রশ্ন ‘মানুষ এত তাড়াতাড়ি বেরোয় কেন?’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত