Ajker Patrika

আবারও শেষ বল পর্যন্ত লড়াইয়ের প্রত্যয় ইমরানের, সন্ধ্যায় ভাষণ

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৯: ১৬
আবারও শেষ বল পর্যন্ত লড়াইয়ের প্রত্যয় ইমরানের, সন্ধ্যায় ভাষণ

সুপ্রিম কোর্টের আদেশে সরকার পুনর্বহাল হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবং শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা গেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

বৃহস্পতিবার এক টুইটে ইমরান খান বলেন, ‘আমি আগামীকাল মন্ত্রিপরিষদের বৈঠক ডেকেছি, সেই সঙ্গে আমাদের জোট শরিকদের সঙ্গেও বৈঠক হবে এবং আগামীকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেব। আমাদের জাতির উদ্দেশে আমার বার্তা হলো—আমি সব সময়ই আপনাদের সঙ্গে আছি এবং শেষ বল পর্যন্ত পাকিস্তানের জন্য লড়াই চালিয়ে যাব।’ 

এর আগে দেশটির সুপ্রিম কোর্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল এবং পরবর্তী সময়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন। ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বিরোধীদের অনাস্থা ভোটের মুখোমুখি হতে হচ্ছে। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ চতুর্থ দিনের শুনানি শেষে সর্বসম্মতিক্রমে এই রায় ঘোষণা করেছেন। 

প্রধান বিচারপতি বলেন, ‘এটি স্পষ্ট যে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরির গত ৩ এপ্রিলের রুলিং ভুল ছিল।’ 

পাকিস্তানের সংসদে গত ৮ মার্চ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাব দ্রুত জনপ্রিয় হতে থাকে। গত ৩১ মার্চ ইমরান খান সরকারের জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক ‘মুত্তাহিদা কাওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ও বেলুচিস্তান আওয়ামী পার্টিও বিরোধী শিবিরে যোগ দেয়। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইমরানের সরকার। অনাস্থা ভোটে তাঁর পতন অনিবার্য হয়ে ওঠে। 

৩ এপ্রিল দেশটির জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশন শুরুর পর তা বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। 

এরপর এক টেলিভিশন ভাষণে জনগণকে ধন্যবাদ জানিয়ে ইমরান খান বলেন, ‘বিদেশি সহায়তায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দিতে আমি প্রেসিডেন্টকে অনুরোধ করেছি।’ 

ইমরান খানের ভাষণের অল্প পরে প্রেসিডেন্ট আরিফ আলভি সংসদ ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নতুন জাতীয় নির্বাচন দেওয়ার ঘোষণা দেন। 

এ অবস্থায় বিরোধীরা সুপ্রিম কোর্টে যান। গত সোমবার শুনানি শুরু হওয়ার পরপরই মঙ্গলবার পর্যন্ত তা স্থগিত করা হয়। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার আগে পর্যন্ত ইমরান খানই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন আদালত। 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে মেগাস্টার শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত