পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করতে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ড. আরিফ আলভি সোমবার প্রধানমন্ত্রী ও সদ্য ভেঙে দেওয়া পার্লামেন্টের বিরোধী দলীয় নেতার প্রতি এই আহ্বান জানান। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ইমরান খান ও শাহবাজ শরীফের কাছে পাঠানো চিঠির বরাত দিয়ে দ্য ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির সংবিধানের ২২৪–এ (১) অনুচ্ছেদের আওতায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের নাম প্রস্তাব করার জন্য একটি চিঠি পাঠিয়েছেন।
দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি গত রোববার সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পরপরই প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই প্রেসিডেন্ট দেশটির পার্লামেন্ট ভেঙে দেন। পার্লামেন্ট ভেঙে দেওয়ায় পর সংবিধান অনুসারে আগামী ৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
এ দিকে, পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হলেও ইমরান খানই প্রধানমন্ত্রী থাকবেন, তবে তা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত। আজ সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। পাক গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তির নির্দেশনায় বলা হয়েছে, সংবিধানের ২২৪-এ (৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। এ ছাড়া তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান মুখ্যমন্ত্রীও তাঁর পদে বহাল থাকবেন।
সংবিধানের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তাঁর পদে উত্তরসূরি অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত বহাল থাকতে বলতে পারেন—এমনটাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করতে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ড. আরিফ আলভি সোমবার প্রধানমন্ত্রী ও সদ্য ভেঙে দেওয়া পার্লামেন্টের বিরোধী দলীয় নেতার প্রতি এই আহ্বান জানান। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ইমরান খান ও শাহবাজ শরীফের কাছে পাঠানো চিঠির বরাত দিয়ে দ্য ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির সংবিধানের ২২৪–এ (১) অনুচ্ছেদের আওতায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের নাম প্রস্তাব করার জন্য একটি চিঠি পাঠিয়েছেন।
দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি গত রোববার সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পরপরই প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই প্রেসিডেন্ট দেশটির পার্লামেন্ট ভেঙে দেন। পার্লামেন্ট ভেঙে দেওয়ায় পর সংবিধান অনুসারে আগামী ৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
এ দিকে, পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হলেও ইমরান খানই প্রধানমন্ত্রী থাকবেন, তবে তা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত। আজ সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। পাক গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তির নির্দেশনায় বলা হয়েছে, সংবিধানের ২২৪-এ (৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। এ ছাড়া তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান মুখ্যমন্ত্রীও তাঁর পদে বহাল থাকবেন।
সংবিধানের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তাঁর পদে উত্তরসূরি অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত বহাল থাকতে বলতে পারেন—এমনটাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বাহামা দ্বীপপুঞ্জ ঘুরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ফিরে আসার পথে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ডিজনি ক্রুজ লাইনের একটি জাহাজে। ১৪ তলা বিশিষ্ট ওই জাহাজ থেকে হঠাৎ করেই পানিতে পড়ে যায় এক শিশু।
২ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কর্মরত একজন ভারতীয় সম্প্রতি দাবি করেছেন, সহকর্মীরা তাঁর দুর্বোধ্য উচ্চারণ বুঝতে না পারার কারণে তাঁকে মিটিংয়ে ‘কথা বলা বন্ধ’ করতে বলেছেন। ৩২ বছর বয়সী ওই ব্যক্তি তাঁর অভিজ্ঞতা রেডিটে শেয়ার করেছেন, যেখানে তিনি এ ঘটনায় নিজেকে ‘অপমানিত’ বলে মন্তব্য করেছেন।
১ ঘণ্টা আগেমিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং নিশ্চিত করেছেন, তাঁর সরকার রাশিয়া থেকে হেলিকপ্টার সংগ্রহ অব্যাহত রেখেছে। চার বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে এসব হেলিকপ্টার থেকে মারাত্মক হামলা অব্যাহত থাকলেও রাশিয়া থেকে এগুলো কেনা অব্যাহত রয়েছে। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের
২ ঘণ্টা আগেভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল প্রদেশ। কয়েক দিনের ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে এ বন্যা পরিস্থিতি। সবশেষ পাওয়া খবর পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৯ জন। তবে, এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে