পশ্চিম তীরে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দুটি ফাঁড়ির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এই ফাঁড়িগুলো থেকে উগ্র ইসরায়েলি চরমপন্থীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে থাকে। মার্কিন প্রশাসনের তিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, আজ বৃহস্পতিবারই এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তাঁরা বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে এই বিষয়টি স্পষ্ট করতে চায় যে কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, যে বা যারাই ফিলিস্তিনিদের ওপর হামলায় বস্তুগত ও আর্থিক সহযোগিতা দেবে তাদের সবাইকেই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।
ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, দুটি ফাঁড়ি ছাড়াও আরও তিনজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে গোপনীয়তার স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তাঁরা। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা ঘোষণা দেয়নি।
এর আগেও, গত ডিসেম্বরে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত হবে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হতে পারে।
সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘আমরা পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতাকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা চালিয়ে যাব। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের চরমপন্থী হামলা থেকে রক্ষা করার জন্য ইসরায়েলকে অবশ্যই অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে; তা স্পষ্ট করার জন্য আমরা ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
পশ্চিম তীরে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দুটি ফাঁড়ির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এই ফাঁড়িগুলো থেকে উগ্র ইসরায়েলি চরমপন্থীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে থাকে। মার্কিন প্রশাসনের তিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, আজ বৃহস্পতিবারই এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তাঁরা বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে এই বিষয়টি স্পষ্ট করতে চায় যে কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, যে বা যারাই ফিলিস্তিনিদের ওপর হামলায় বস্তুগত ও আর্থিক সহযোগিতা দেবে তাদের সবাইকেই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।
ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, দুটি ফাঁড়ি ছাড়াও আরও তিনজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে গোপনীয়তার স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তাঁরা। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা ঘোষণা দেয়নি।
এর আগেও, গত ডিসেম্বরে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত হবে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হতে পারে।
সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘আমরা পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতাকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা চালিয়ে যাব। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের চরমপন্থী হামলা থেকে রক্ষা করার জন্য ইসরায়েলকে অবশ্যই অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে; তা স্পষ্ট করার জন্য আমরা ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
২ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
৩ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
৬ ঘণ্টা আগে