Ajker Patrika

পাকিস্তানের সংসদে হাতাহাতি, পণ্ড বাজেট অধিবেশন

পাকিস্তানের সংসদে হাতাহাতি, পণ্ড বাজেট অধিবেশন

ঢাকা: সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের হাতাহাতির কারণে পণ্ড হয়েছে পাকিস্তান পার্লামেন্টের বাজেট অধিবেশন। গতকাল মঙ্গলবার দেশটির নিম্নকক্ষের আইনসভা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বাজেট অধিবেশনে পাকিস্তানের প্রধান বিরোধী দল মুসলিম লীগ (নওয়াজ) নেতা শেহবাজ শরিফ বক্তব্য দেওয়ার সময় শুরু হয় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নারী আইনপ্রণেতা মালেকা বোখারি। তিনি চোখে আঘাত পেয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন নিজের নির্ধারিত সময় শেহবাজ শরিফ বক্তব্য দেওয়া শুরু করেন। বক্তব্যের একপর্যায়ে পাকিস্তানের বর্তমান ভঙ্গুর ও নড়বড়ে অর্থনীতির প্রসঙ্গ তুলে তিনি যখন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বাধীন সরকারের সমালোচনা শুরু করেন। শেহবাজ শরিফ বলেন, ইমরান খান এক কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কোথায় সেই চাকরি? কোথায় সেই ৩০০ বিলিয়ন ডলার যেগুলো বিদেশ থেকে ফিরিয়ে আনার কথা ছিল।

এই বক্তব্যের পরই হট্টগোল শুরু করেন পাকিস্তানের সরকারি দল পিটিআই (পাকিস্তান তেহরিক ই ইনসাফ)-এর একদল এমএনএ (মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি)। পরিস্থিতি বেশ ভয়াবহ হয়ে ওঠে যখন সরকার দলীয় সংসদ সদস্য আলী নাওয়াজ খান বিরোধী দলের দিকে বাজেট বই ছুড়ে মারেন। প্রায় ৪০ মিনিট ধরে এই অবস্থা চলার পর পার্লামেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। একপর্যায়ে ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার আসাদ কায়সার অধিবেশন মুলতবি ঘোষণা করতে বাধ্য হন।

এই ঘটনার জন্য বিরোধী দলকে দায়ী করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেছেন, বিরোধী দলের একজন সংসদ সদস্য শুরুতে আপত্তিকর শব্দ ব্যবহার করলে পিটিআইয়ের কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের বিরোধী দল মুসলিম লীগ। দলটির পক্ষ থেকে এক টুইট বার্তায় ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত