Ajker Patrika

অনাস্থা ভোটের আগে জীবন নিয়ে শঙ্কায় ইমরান খান 

অনাস্থা ভোটের আগে জীবন নিয়ে শঙ্কায় ইমরান খান 

অনাস্থা ভোটের আগে নিজের জীবন নিয়ে শঙ্কার কথা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ শঙ্কার কথা জানান। 

সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আমি আমার জাতিকে জানাই যে আমার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তারা আমার চরিত্র হত্যার পরিকল্পনাও করেছে। শুধু আমি নয় আমার স্ত্রীও তাদের টার্গেট। 

ইমরান খান এমন সময় এ মন্তব্য করলেন যখন তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে বিরোধী দলগুলো। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দাবি করেছিলেন, বিদেশি রাষ্ট্র তাকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা করছে। ভাষণের একপর্যায়ে মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নাম বলে ফেলেন ইমরান খান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওই দাবি নাকচ করা হয়েছে। এ চিঠি নিয়ে ইমরানের বক্তব্যের পর তা নিয়ে কথা বলতে গত বৃহস্পতিবারই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। তখন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘অভিযোগগুলোর কোনো সত্যতা নেই।’ 

বিরোধীরা তাকে কী বিকল্প দিয়েছে এমন প্রশ্নের উত্তরে ইমরান খান জানান, তিনি মনে করেন না বিরোধী নেতা শেহবাজ শরিফের মতো লোকেদের সঙ্গে তার কথা বলা উচিত। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যদি আমরা অনাস্থা ভোট টিকে যাই তাহলে আমরা অবশ্যই দলত্যাগ করাদের সঙ্গে কাজ করতে পারি না। এই অবস্থায় আগাম নির্বাচনই সেরা বিকল্প। আমি আমার জাতিকে অনুরোধ করব আমাকে একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য। 

সাক্ষাৎকারে ইমরান খান জানিয়েছেন, অনাস্থা প্রস্তাব নিয়ে ষড়যন্ত্রের বিষয়টি তিনি ২০২১ সালের আগস্ট থেকে জানেন। 

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার একটি চক্রান্তের খবর দিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। ইমরানকে সরাতে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাবকে ঘিরে দেশটির রাজনীতিতে চলমান চরম নাটকীয়তার মধ্যে গতকাল শুক্রবার ফাওয়াদ এ কথা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত