পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। আজ তাঁর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি বিশেষ আদালত। পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনএবি।
আল-কাদির ট্রাস্টের নেতৃত্বে আছেন ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। এনএবি গতকাল এক বিবৃতিতে বলে, ট্রাস্টে ‘দুর্নীতির অপরাধে’ সাবেক প্রধানমন্ত্রীকে তারা গ্রেপ্তার করেছে।
মামলার অভিযোগে বলা হয়, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্যের পাঠানো ৫০ বিলিয়ন রুপি কালোটাকা সাদা করতে ৫ বিলিয়ন রুপি ঘুষ নিয়েছিলেন।
ঘটনার শুরু যেভাবে:
ইমরান খান ক্ষমতাচ্যুত হন গত বছর। এরপর পাকিস্তানে নতুন জোট সরকার গঠিত হয়। জোট সরকার গত বছরের জুনে অভিযোগ করে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে ইমরান খান ও তাঁর স্ত্রী তাঁদের ট্রাস্টের জন্য পাকিস্তানের অন্যতম আবাসন ব্যবসায়ী মালিক রিয়াজের কাছ থেকে কোটি কোটি রুপি মূল্যের জমি পেয়েছেন।
এনএবির অভিযোগ, ইমরান খানের পিটিআই সরকার আবাসন ব্যবসায়ী মালিক রিয়াজের সঙ্গে একটি চুক্তি করে, যাতে পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগারের ২৩৯ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। চুক্তিটি ছিল ‘দেওয়া-নেওয়া’ ধরনের।
২০১৯ সালের ডিসেম্বরে কালোটাকা-সম্পর্কিত এক তদন্তের জেরে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কাছে ২৩৯ মিলিয়ন ডলার মূল্যের সম্পদ হস্তান্তর করতে রাজি হন। যুক্তরাজ্যের এই মামলার সঙ্গে ইমরান খান ও তাঁর সরকার সরাসরি জড়িত ছিল না।
ঘটনার শুরু হয় পাঁচ বছর আগে। তখন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) আবাসন ব্যবসায়ী মালিক রিয়াজের পরিবারের সঙ্গে ১৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি সমঝোতা করতে সম্মত হয়েছিল। এনসিএ কর্তৃক প্রকাশিত বিবৃতি অনুসারে, সমঝোতার মধ্যে যুক্তরাজ্যের একটি সম্পত্তি রয়েছে—১ হাইড পার্ক প্লেস, লন্ডনের একটি আবাসন। যার মূল্য প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড এবং এই পুরো টাকা মালিক রিয়াজের অ্যাকাউন্টে জমা হয়েছে।
পিটিআই ক্ষমতায় আসার পরপর ২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে রিয়াজের সম্পত্তি এবং সম্পদের তদন্তের জন্য ‘এনসিএ’–এর পদক্ষেপের প্রথম রেকর্ডটি প্রকাশিত হয়েছিল। সংস্থাটি ২০১৯ সালের ১৪ আগস্ট একটি বিজ্ঞপ্তিতে বলেছে, ‘এনসিএকে মোট ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থের আটটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। এসব অর্থ বিদেশ থেকে আসা ঘুষ ও দুর্নীতির টাকা বলে সন্দেহ করা হচ্ছে।’
এর আগে ওই বছরই পাকিস্তানের সুপ্রিম কোর্ট রিয়াজের করা একটি সমঝোতা চুক্তিতে ৪৬০ বিলিয়ন রুপির প্রস্তাব গ্রহণ করেছিল। এটা অনেকটা জরিমানা হিসেবেই নেওয়া হয়েছিল। রিয়াজ এই অর্থ সরকারি কোষাগারে জমা না করে সুপ্রিম কোর্টের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। তখন পাকিস্তানের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য প্রাইম মিনিস্টার মিরজা শাহজাদ দাবি করেন, রিয়াজের পাঠানো অর্থ সরাসরি দেশে এসেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সুপ্রিম কোর্ট কি দেশের অংশ নয়? টাকা সুপ্রিম কোর্টে আসা মানে দেশে আসা।’
যুক্তরাজ্যসহ ওই মামলার সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে গোপনীয়তার ধারা উল্লেখ করে মিরজা শাহজাদ এই অর্থের উৎস এবং কীভাবে এটি বিদেশে লুকিয়ে রাখা হয়েছিল সে সম্পর্কে জবাব দিতে অস্বীকার করেছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা যুক্তরাজ্য সরকারের সঙ্গে গোপনীয়তার একটি চুক্তি স্বাক্ষর করেছি। তাই আমরা মামলার বিস্তারিত বলতে পারি না।’
এনএবির অভিযোগ, ইমরান খানের পিটিআই সরকার আবাসন ব্যবসায়ী মালিক রিয়াজের সঙ্গে এই চুক্তি করে, যাতে পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগারের ২৩৯ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। চুক্তিটি ছিল ‘দেওয়া-নেওয়া’ ধরনের। এই চুক্তি করে সরকার রিয়াজকে কয়েক শ মিলিয়ন কালোটাকা সাদা করার সুযোগ দেয়।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। আজ তাঁর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি বিশেষ আদালত। পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনএবি।
আল-কাদির ট্রাস্টের নেতৃত্বে আছেন ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। এনএবি গতকাল এক বিবৃতিতে বলে, ট্রাস্টে ‘দুর্নীতির অপরাধে’ সাবেক প্রধানমন্ত্রীকে তারা গ্রেপ্তার করেছে।
মামলার অভিযোগে বলা হয়, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্যের পাঠানো ৫০ বিলিয়ন রুপি কালোটাকা সাদা করতে ৫ বিলিয়ন রুপি ঘুষ নিয়েছিলেন।
ঘটনার শুরু যেভাবে:
ইমরান খান ক্ষমতাচ্যুত হন গত বছর। এরপর পাকিস্তানে নতুন জোট সরকার গঠিত হয়। জোট সরকার গত বছরের জুনে অভিযোগ করে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে ইমরান খান ও তাঁর স্ত্রী তাঁদের ট্রাস্টের জন্য পাকিস্তানের অন্যতম আবাসন ব্যবসায়ী মালিক রিয়াজের কাছ থেকে কোটি কোটি রুপি মূল্যের জমি পেয়েছেন।
এনএবির অভিযোগ, ইমরান খানের পিটিআই সরকার আবাসন ব্যবসায়ী মালিক রিয়াজের সঙ্গে একটি চুক্তি করে, যাতে পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগারের ২৩৯ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। চুক্তিটি ছিল ‘দেওয়া-নেওয়া’ ধরনের।
২০১৯ সালের ডিসেম্বরে কালোটাকা-সম্পর্কিত এক তদন্তের জেরে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কাছে ২৩৯ মিলিয়ন ডলার মূল্যের সম্পদ হস্তান্তর করতে রাজি হন। যুক্তরাজ্যের এই মামলার সঙ্গে ইমরান খান ও তাঁর সরকার সরাসরি জড়িত ছিল না।
ঘটনার শুরু হয় পাঁচ বছর আগে। তখন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) আবাসন ব্যবসায়ী মালিক রিয়াজের পরিবারের সঙ্গে ১৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি সমঝোতা করতে সম্মত হয়েছিল। এনসিএ কর্তৃক প্রকাশিত বিবৃতি অনুসারে, সমঝোতার মধ্যে যুক্তরাজ্যের একটি সম্পত্তি রয়েছে—১ হাইড পার্ক প্লেস, লন্ডনের একটি আবাসন। যার মূল্য প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড এবং এই পুরো টাকা মালিক রিয়াজের অ্যাকাউন্টে জমা হয়েছে।
পিটিআই ক্ষমতায় আসার পরপর ২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে রিয়াজের সম্পত্তি এবং সম্পদের তদন্তের জন্য ‘এনসিএ’–এর পদক্ষেপের প্রথম রেকর্ডটি প্রকাশিত হয়েছিল। সংস্থাটি ২০১৯ সালের ১৪ আগস্ট একটি বিজ্ঞপ্তিতে বলেছে, ‘এনসিএকে মোট ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থের আটটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। এসব অর্থ বিদেশ থেকে আসা ঘুষ ও দুর্নীতির টাকা বলে সন্দেহ করা হচ্ছে।’
এর আগে ওই বছরই পাকিস্তানের সুপ্রিম কোর্ট রিয়াজের করা একটি সমঝোতা চুক্তিতে ৪৬০ বিলিয়ন রুপির প্রস্তাব গ্রহণ করেছিল। এটা অনেকটা জরিমানা হিসেবেই নেওয়া হয়েছিল। রিয়াজ এই অর্থ সরকারি কোষাগারে জমা না করে সুপ্রিম কোর্টের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। তখন পাকিস্তানের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য প্রাইম মিনিস্টার মিরজা শাহজাদ দাবি করেন, রিয়াজের পাঠানো অর্থ সরাসরি দেশে এসেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সুপ্রিম কোর্ট কি দেশের অংশ নয়? টাকা সুপ্রিম কোর্টে আসা মানে দেশে আসা।’
যুক্তরাজ্যসহ ওই মামলার সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে গোপনীয়তার ধারা উল্লেখ করে মিরজা শাহজাদ এই অর্থের উৎস এবং কীভাবে এটি বিদেশে লুকিয়ে রাখা হয়েছিল সে সম্পর্কে জবাব দিতে অস্বীকার করেছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা যুক্তরাজ্য সরকারের সঙ্গে গোপনীয়তার একটি চুক্তি স্বাক্ষর করেছি। তাই আমরা মামলার বিস্তারিত বলতে পারি না।’
এনএবির অভিযোগ, ইমরান খানের পিটিআই সরকার আবাসন ব্যবসায়ী মালিক রিয়াজের সঙ্গে এই চুক্তি করে, যাতে পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগারের ২৩৯ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। চুক্তিটি ছিল ‘দেওয়া-নেওয়া’ ধরনের। এই চুক্তি করে সরকার রিয়াজকে কয়েক শ মিলিয়ন কালোটাকা সাদা করার সুযোগ দেয়।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে দুটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার সকালে কিছু সময়ের ব্যবধানে এই দুটি ড্রোনকে ভূপাতিত করা হয়। তবে পাকিস্তানের কেন্দ্রীয় বা পাঞ্জাব সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
১৬ মিনিট আগেপাকিস্তানের পাঞ্জাবের লাহোরে আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর একদিন আগেই ভারতীয় বিমান পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। এদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে...
৩৯ মিনিট আগেভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফ্রান্স। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ফরাসি গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, তারা নিশ্চিত যে—পাকিস্তান ভারতের অন্তত একটি রাফাল গুলি করে ভূপাতিত করেছে। তবে, পাকিস্তান যে তিনটি রাফাল ভূপাতিতের দাবি...
১ ঘণ্টা আগেপাকিস্তানের পাঞ্জাবের বাহাওয়ালপুরে একটি আবাসিক মাদ্রাসায় মঙ্গলবার দিবাগত রাতে ব্যাপক আলোর ঝলকানি দেখা যায়। ভিডিও ফুটেজে এই আলোর ঝলকানি ধরা পড়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক হত্যার প্রতিক্রিয়ায় ভারত প্রতিবেশী দেশটিতে হামলা চালালে এই দৃশ্য ধরা পড়ে।
১ ঘণ্টা আগে