Ajker Patrika

পাকিস্তানে ‘র’-এর এজেন্ট সন্দেহে গ্রেপ্তার ৬, বড় হামলা ঠেকানোর দাবি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৭: ০২
পাকিস্তানের পাঞ্জাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। ছবি: সংগৃহীত
পাকিস্তানের পাঞ্জাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। সম্প্রতি অপারেশন ইয়ালঘার নামে এক অভিযানে তাঁদের আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাব পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজি) অব অপারেশনস শাহজাদা সুলতান এ তথ্য জানিয়েছে। সম্মেলনে তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আসলাম ও আকবর আলী নামের দুই ব্যক্তি বাহাওয়ালনগরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করার সময় হাতেনাতে ধরা পড়েন। আজম জাজি, মনজুর কারি ও আমজাদ নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে টোবা টেক সিং জেলা থেকে।

গ্রেপ্তার করা হয়েছে জুলফিকার নামের আরও একজনকে। তাঁর বিরুদ্ধে ‘সন্ত্রাসী কার্যক্রমে’ আর্থিক সহযোগিতা করার অভিযোগ রয়েছে।

তাঁর ভাষ্যমতে, বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল তাঁদের। গ্রেপ্তার ব্যক্তিরা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিং-এর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সংবাদ সম্মেলনে সিটিডি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বাহাওয়ালপুরে একটি মসজিদ ও রেলস্টেশনে বোমা হামলার পরিকল্পনা করছিলেন। তাঁদের কাছ থেকে বিস্ফোরকদ্রব্য, ডিটোনেটর, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), সেফটি ফিউজ ও মানচিত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিরা হামলার নির্দেশনা পাওয়ার কথাও স্বীকার করেছেন বলে জানিয়েছেন তাঁরা।

গ্রেপ্তার ব্যক্তিরা ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলেও জানান পুলিশের কর্মকর্তারা। তাঁদের সঙ্গে যোগাযোগকারী কর্মকর্তাদের মধ্যে ‘র’-এর মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিংয়ের নাম উল্লেখ করা হয়েছে। সিটিডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের কথোপকথনের অডিও রেকর্ডিং থেকে নিশ্চিত হওয়া গেছে যে, তাঁরা টার্গেট কিলিং ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলেন।

পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলা চালানো ও তাতে সহায়তা দেওয়ার জন্য ভারতীয় সরকারের সংশ্লিষ্টতা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পাকিস্তান। সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজি শাহজাদা সুলতান বলেন, পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য ভারত পরিকল্পিতভাবে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে। তবে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো এসব চক্রান্ত প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ