Ajker Patrika

সিদ্ধান্ত পাল্টেছেন ইমরান খান

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১২: ৩২
সিদ্ধান্ত পাল্টেছেন ইমরান খান

পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের উত্থাপিত অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে আজ রোববার। সেই ভোটে অংশ নিতে নিজ দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতাদের অংশ নিতে বারণ করেছিলেন ইমরান খান। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। পাকিস্তানের গণমাধ্যম ডন আজ এক প্রতিবেদনে জানিয়েছে, অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে অংশ নিতে নিজ দলের আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছেন ইমরান খান। 

ইমরান খান দলের আইনপ্রণেতাদের বলেছেন, ‘আপনার আজ রোববারের জাতীয় পরিষদের অধিবেশনে অবশ্যই যোগ দেবেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে সোচ্চার অবস্থান নেবেন।’ তিনি নিজেও জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিয়ে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক করবেন বলে ঘোষণা দিয়েছেন। 

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘জাতীয় অধিবেশনে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে ইতিপূর্বে যে চিঠি পাঠানো হয়েছিল আইনপ্রণেতাদের কাছে, তা প্রত্যাহার করে নিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি তিনি নিজেই আজকের অধিবেশনে পিটিআইয়ের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন।’ 

গতকাল শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইমরান খান অভিযোগ করে বলেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতেই বিরোধীরা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং অনাস্থা ভোটের নীল নকশা তৈরি করেছে। ভোটের ফল যদি তাঁর বিপক্ষে যায়, তিনি তা মেনে নেবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।

অনাস্থা ভোট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যখন পুরো প্রক্রিয়াটিই নিন্দিত, তখন আমি কীভাবে ফলাফল গ্রহণ করতে পারি? গণতন্ত্র নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করে, কিন্তু এই যোগসাজশের পরে কোনো নৈতিক মূল্যবোধ অবশিষ্ট থাকে?’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত