Ajker Patrika

এক রাত সুপ্রিম কোর্টের অতিথি ছিলেন ইমরান খান

আপডেট : ১২ মে ২০২৩, ১৯: ১৫
এক রাত সুপ্রিম কোর্টের অতিথি ছিলেন ইমরান খান

দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পাওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ আদালতের অতিথি হিসেবে পুলিশ লাইনসের গেস্ট হাউসে এক রাত কাটিয়েছেন, যেখানে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বলে পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে। 

গত মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) গ্রেপ্তার করার পর ইমরানকে বন্দী হিসেবে ওই গেস্ট হাউসেই রাখা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বনদিয়ালের কড়া নির্দেশে গতকাল বৃহস্পতিবার তাঁকে সেখান থেকে আদালতে হাজির করা হয়। প্রধান বিচারপতি ইমরানকে বলেন, ‘আপনাকে দেখে ভালো লাগল, স্বস্তি পেলাম।’

পরে গ্রেপ্তারের বিরুদ্ধে ইমরানের আবেদন শুনে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চ গ্রেপ্তারকে ‘অবৈধ’ ও ‘অকার্যকর’ ঘোষণা করে অবিলম্বে সাবেক এ ক্রিকেটারকে মুক্তির নির্দেশ দেন। পাশাপাশি পরদিন হাইকোর্টে হাজির হয়ে ইমরানকে জামিনের আবেদন করতে বলেন। 

আদালত বলেন, সে সময় পর্যন্ত পিটিআই প্রধান ইমরান খান ইসলামাবাদ পুলিশ লাইনসের গেস্ট হাউসেই থাকবেন। কিন্তু বন্দী হিসেবে নয়, অতিথি হিসেবে। তাঁর সঙ্গে ১০ জন দেখা করতে পারবেন। ইমরানের চাওয়া অনুযায়ী এসব ব্যক্তি যতক্ষণ খুশি সেখানে থাকতে পারবেন। 

সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে প্রধান বিচারপতি বনদিয়াল আরও বলেন, যতক্ষণ ইমরান খান সেখানে থাকবেন, ততক্ষণ তাঁর নিরাপত্তার দায়-দায়িত্ব সরকারের। 

সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আজ আজ শুক্রবার ওই গেস্ট হাউস থেকে কড়া নিরাপত্তার মধ্যে তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন। 

শুনানি শেষে বিচারপতি মাইনগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের বেঞ্চ আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ১৭ মে পর্যন্ত তাঁকে দুই সপ্তাহের জামিন দেন। 

পাশাপাশি ৯ মের পর ইসলামাবাদে দায়ের হওয়া কোনো মামলায় ১৭ মে পর্যন্ত এবং লাহোরের কোনো মামলায় আগামী সোমবার পর্যন্ত ইমরানকে গ্রেপ্তার করা যাবে না বলেও আদালত নির্দেশ দেন।

এর আগে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর আজ বেলা ১টায় আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি শুরু হয়। 

জামিন আবেদনের শুনানির সময় আদালত ইমরানের আইনজীবীর কাছে জানতে চান, গ্রেপ্তারের পর ইমরানকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না? ইমরানের আইনজীবী হারিস না-সূচক উত্তর দেন। 

ইমরানের জামিন মঞ্জুর করার পর পরবর্তী শুনানির জন্য প্রস্তুত থাকতে আদালত এনএবির কৌঁসুলি ও ইমরানের আইনজীবীদের নির্দেশ দেন। পরের শুনানিতে ইমরানের জামিন বাতিল বা মেয়াদ বাড়ানো হতে পারে বলেও জানান আদালত। 

এদিকে ইমরানের জামিনের খবর পেয়ে পিটিআইয়ের সমর্থকেরা সড়কে উল্লাস ও আনন্দ মিছিল করেছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত