অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ধুঁকছে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ধারদেনা করে চলছে দেশটি। এই পরিস্থিতিতে বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের দুর্নীতির কারণে ‘মিস্টার ১০ পারসেন্ট’ বলে পরিচিত ও নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
গত মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয়ের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেওয়া হয়। ওই টুইটে বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় বেতন নেবেন না তিনি। অর্থনৈতিক সংকটকালে দেশের দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
টুইটে বলা হয়, ‘প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশ যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তার পরিপ্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। মূলত দেশে বিচক্ষণ অর্থনৈতিক সিদ্ধান্তকে উৎসাহিত করতেই প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই সিদ্ধান্ত নিয়েছেন।’
আসিফ আলী জারদারি পাকিস্তানের প্রয়াত ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। বেনজির দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দ্বিতীয় মেয়াদের শাসনামলে (১৯৯৩-১৯৯৬) আসিফ আলী জারদারি প্রথমে পাকিস্তানের অর্থমন্ত্রী ও পরে পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি সরকারি সব দরপত্র থেকে ১০ শতাংশ করে কমিশন দাবি করতেন। সেই সময়ই তিনি পাকিস্তান তো বটেই আন্তর্জাতিক গণমাধ্যমেও মিস্টার ১০ পারসেন্ট বলে পরিচিতি পান।
আসিফ আলী জারদারি খুন, দুর্নীতিসহ বিভিন্ন মামলায় প্রায় ১১ বছর কারাবন্দী ছিলেন, যা যেকোনো পাকিস্তানি রাজনীতিবিদের তুলনায় একটু বেশিই। ২০০৭ সালে বেনজির ভুট্টো খুন হওয়ার পর আকস্মিকভাবে আসিফ আলী জারদারি ২০০৮ সালে প্রথম দফায় পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০১৩ সালে তাঁর মেয়াদ শেষ করেন। সর্বশেষ আবার ২০২৪ সালে আবারও পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ধুঁকছে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ধারদেনা করে চলছে দেশটি। এই পরিস্থিতিতে বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের দুর্নীতির কারণে ‘মিস্টার ১০ পারসেন্ট’ বলে পরিচিত ও নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
গত মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয়ের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেওয়া হয়। ওই টুইটে বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় বেতন নেবেন না তিনি। অর্থনৈতিক সংকটকালে দেশের দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
টুইটে বলা হয়, ‘প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশ যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তার পরিপ্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। মূলত দেশে বিচক্ষণ অর্থনৈতিক সিদ্ধান্তকে উৎসাহিত করতেই প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই সিদ্ধান্ত নিয়েছেন।’
আসিফ আলী জারদারি পাকিস্তানের প্রয়াত ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। বেনজির দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দ্বিতীয় মেয়াদের শাসনামলে (১৯৯৩-১৯৯৬) আসিফ আলী জারদারি প্রথমে পাকিস্তানের অর্থমন্ত্রী ও পরে পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি সরকারি সব দরপত্র থেকে ১০ শতাংশ করে কমিশন দাবি করতেন। সেই সময়ই তিনি পাকিস্তান তো বটেই আন্তর্জাতিক গণমাধ্যমেও মিস্টার ১০ পারসেন্ট বলে পরিচিতি পান।
আসিফ আলী জারদারি খুন, দুর্নীতিসহ বিভিন্ন মামলায় প্রায় ১১ বছর কারাবন্দী ছিলেন, যা যেকোনো পাকিস্তানি রাজনীতিবিদের তুলনায় একটু বেশিই। ২০০৭ সালে বেনজির ভুট্টো খুন হওয়ার পর আকস্মিকভাবে আসিফ আলী জারদারি ২০০৮ সালে প্রথম দফায় পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০১৩ সালে তাঁর মেয়াদ শেষ করেন। সর্বশেষ আবার ২০২৪ সালে আবারও পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৫ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৬ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৬ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৮ ঘণ্টা আগে