ঢাকা: উন্নয়নশীল ও দরিদ্র দেশে কোভিড-১৯ টিকা সরবরাহ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এক লাখ ডোজ করোনার টিকা পেল পাকিস্তান। ইউনিসেফ-এর বরাত দিয়ে পাকিস্তানের পত্রিকা ডন বিষয়টি নিশ্চিত করেছে।
এক টুইট বার্তায় ইউনিসেফ জানিয়েছে, কোভ্যাক্সের মাধ্যমে ফাইজার টিকার এক লাখেরও বেশি ডোজ পাকিস্তানে পৌঁছেছে। আগামী দুই দিনে ফাইজার ডিলুয়েন্টস এবং সিরিঞ্জের চালানগুলোও দেশটিতে পৌঁছবে। এসব টিকা পাকিস্তান সরকারের চলমান টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হবে।
এ নিয়ে কোভ্যাক্সের পাঠানো টিকার দ্বিতীয় চালান পেল পাকিস্তান। এর আগে চলতি মাসের শুরুতে অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ৩৮ হাজার ৪০০ ডোজ টিকা পায় দেশটি। আগামী কয়েক দিনের মধ্যে আরও ১২ লাখ ৩৬ হাজার ডোজের একটি চালান পাকিস্তানে পৌঁছনোর কথা রয়েছে।
কোভ্যাক্সের মাধ্যমে পাকিস্তান মোট ১ কোটি ৭২ লাখ ডোজ টিকা পাবে। এখন পর্যন্ত করোনার পাঁচটি টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তান। এগুলো হলো–সিনোফার্ম, ক্যানসিনো, সিনোভ্যাক, স্পুটনিক ভি ও অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা।
গত ২৫ মে এক টুইট বার্তায় পাকিস্তান সরকার জানায়, ইসলামাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) চীনের এক ডোজের ক্যানসিনো টিকার উৎপাদন শুরু করেছে। সরকারি টুইটার অ্যাকাউন্টে আরও বলা হয়, প্রতিষ্ঠানটিতে প্রতি মাসে ৩০ লাখ ডোজ টিকা উৎপাদন করা হবে। ফলে টিকার জন্য অন্য দেশের ওপর পাকিস্তানের নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৯৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৭৩৬ জন।
ঢাকা: উন্নয়নশীল ও দরিদ্র দেশে কোভিড-১৯ টিকা সরবরাহ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এক লাখ ডোজ করোনার টিকা পেল পাকিস্তান। ইউনিসেফ-এর বরাত দিয়ে পাকিস্তানের পত্রিকা ডন বিষয়টি নিশ্চিত করেছে।
এক টুইট বার্তায় ইউনিসেফ জানিয়েছে, কোভ্যাক্সের মাধ্যমে ফাইজার টিকার এক লাখেরও বেশি ডোজ পাকিস্তানে পৌঁছেছে। আগামী দুই দিনে ফাইজার ডিলুয়েন্টস এবং সিরিঞ্জের চালানগুলোও দেশটিতে পৌঁছবে। এসব টিকা পাকিস্তান সরকারের চলমান টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হবে।
এ নিয়ে কোভ্যাক্সের পাঠানো টিকার দ্বিতীয় চালান পেল পাকিস্তান। এর আগে চলতি মাসের শুরুতে অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ৩৮ হাজার ৪০০ ডোজ টিকা পায় দেশটি। আগামী কয়েক দিনের মধ্যে আরও ১২ লাখ ৩৬ হাজার ডোজের একটি চালান পাকিস্তানে পৌঁছনোর কথা রয়েছে।
কোভ্যাক্সের মাধ্যমে পাকিস্তান মোট ১ কোটি ৭২ লাখ ডোজ টিকা পাবে। এখন পর্যন্ত করোনার পাঁচটি টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তান। এগুলো হলো–সিনোফার্ম, ক্যানসিনো, সিনোভ্যাক, স্পুটনিক ভি ও অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা।
গত ২৫ মে এক টুইট বার্তায় পাকিস্তান সরকার জানায়, ইসলামাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) চীনের এক ডোজের ক্যানসিনো টিকার উৎপাদন শুরু করেছে। সরকারি টুইটার অ্যাকাউন্টে আরও বলা হয়, প্রতিষ্ঠানটিতে প্রতি মাসে ৩০ লাখ ডোজ টিকা উৎপাদন করা হবে। ফলে টিকার জন্য অন্য দেশের ওপর পাকিস্তানের নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৯৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৭৩৬ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ১৩৯ জন কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)। সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির সমালোচনা করে প্রকাশ্যে চিঠি দেওয়ায় এবং সেই চিঠিতে সরকারি পদবি ব্যবহার...
৩৭ মিনিট আগেসিরিয়ায় আল-আসাদ পরিবারের নেতৃত্বে দীর্ঘদিনের বাথ পার্টির শাসনের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে দেশটির নতুন জাতীয় প্রতীক উন্মোচন করা হয়েছে গত বৃহস্পতিবার। রাজধানী দামেস্কের প্রেসিডেনশিয়াল প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নতুন...
১ ঘণ্টা আগেবিয়ের আনন্দময় মুহূর্ত নিমেষেই পরিণত হলো বিভীষিকাময় ট্র্যাজেডিতে। উত্তর প্রদেশের সম্বল জেলায় গতকাল শুক্রবার ঘটে গেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। যেখানে প্রাণ হারিয়েছেন একই পরিবারের আটজন। নিহতদের মধ্যে ছিলেন ওই বিয়েরও। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বন্দরনগরী করাচির লিয়ারি এলাকার বাগদাদি মহল্লায় একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারী, আটজন পুরুষ এবং সাত বছর বয়সী এক শিশুও রয়েছে। দুর্ঘটনার সময় ধ্বংসস্তূপে আটকে পড়া আরও ২৫-৩০ জনের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
২ ঘণ্টা আগে