সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৩তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জায়গায় সম্মেলনে যোগ দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থার ২৩তম শীর্ষ সম্মেলনে। এতে সদস্য দেশগুলোর প্রধানমন্ত্রীরা যোগ দিলেও ভারতের প্রধানমন্ত্রী যোগ দিচ্ছেন না। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করেছেন। দীর্ঘ ৯ বছর পর ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে গেলেন। এই সফরে তাঁর সঙ্গে পাকিস্তানি নেতাদের দ্বিপক্ষীয় বৈঠক হবে কি না, কিংবা দ্বিপক্ষীয় বৈঠকের আগ্রহ পাকিস্তানি নেতৃত্ব দেখিয়েছে কি না, তা এখনো ঠিক হয়নি। প্রয়াত সুষমা স্বরাজ ভারতের শেষ পররাষ্ট্রমন্ত্রী, যিনি পাকিস্তানে গিয়েছিলেন ২০১৫ সালে।
এর আগে আগস্টের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানায় চিরবৈরী দেশ পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তিনি বলেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একটি আমন্ত্রণ পাঠানো হয়েছে।’
পাকিস্তান সফরকারী সবশেষ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তিনি ২০১৫ সালে পাকিস্তান সফর করেছিলেন। বিশ্লেষকেরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতির সম্ভাবনা কম। কারণ, পাকিস্তান চায় ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করুক।
সে সময় ভারত বলেছে, পাকিস্তান শাসিত কাশ্মীর দখল ছাড়া এ ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনার আর কিছু বাকি নেই। প্রসঙ্গত, এসসিও সম্ভবত একমাত্র বহুপক্ষীয় মঞ্চ যেখানে ভারত ও পাকিস্তান নিজেদের শত্রুতা সত্ত্বেও একসঙ্গে কাজ করতে সক্ষম হয়েছে। ভারত ও পাকিস্তান উভয়েই রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন এ গ্রুপের পূর্ণ সদস্য।
সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৩তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জায়গায় সম্মেলনে যোগ দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থার ২৩তম শীর্ষ সম্মেলনে। এতে সদস্য দেশগুলোর প্রধানমন্ত্রীরা যোগ দিলেও ভারতের প্রধানমন্ত্রী যোগ দিচ্ছেন না। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করেছেন। দীর্ঘ ৯ বছর পর ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে গেলেন। এই সফরে তাঁর সঙ্গে পাকিস্তানি নেতাদের দ্বিপক্ষীয় বৈঠক হবে কি না, কিংবা দ্বিপক্ষীয় বৈঠকের আগ্রহ পাকিস্তানি নেতৃত্ব দেখিয়েছে কি না, তা এখনো ঠিক হয়নি। প্রয়াত সুষমা স্বরাজ ভারতের শেষ পররাষ্ট্রমন্ত্রী, যিনি পাকিস্তানে গিয়েছিলেন ২০১৫ সালে।
এর আগে আগস্টের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানায় চিরবৈরী দেশ পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তিনি বলেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একটি আমন্ত্রণ পাঠানো হয়েছে।’
পাকিস্তান সফরকারী সবশেষ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তিনি ২০১৫ সালে পাকিস্তান সফর করেছিলেন। বিশ্লেষকেরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতির সম্ভাবনা কম। কারণ, পাকিস্তান চায় ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করুক।
সে সময় ভারত বলেছে, পাকিস্তান শাসিত কাশ্মীর দখল ছাড়া এ ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনার আর কিছু বাকি নেই। প্রসঙ্গত, এসসিও সম্ভবত একমাত্র বহুপক্ষীয় মঞ্চ যেখানে ভারত ও পাকিস্তান নিজেদের শত্রুতা সত্ত্বেও একসঙ্গে কাজ করতে সক্ষম হয়েছে। ভারত ও পাকিস্তান উভয়েই রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন এ গ্রুপের পূর্ণ সদস্য।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
১৮ মিনিট আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৪২ মিনিট আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৩ ঘণ্টা আগে