পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসকে (পিআইএ) বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই প্রক্রিয়ায় সংস্থাটির ৬০ শতাংশ শেয়ার বিক্রি করে দিতে একটি নিলামের আয়োজন করা হয়েছিল। কিন্তু মাত্র একটি প্রতিষ্ঠান ছাড়া বিমান সংস্থাটি কিনতে আর কোনো পক্ষই আগ্রহ দেখায়নি।
শুক্রবার ডন জানিয়েছে, সংস্থাটির নিলামে যোগ দিয়ে মাত্র ১ হাজার কোটি পাকিস্তানি রুপি দাম হাঁকিয়েছে রিয়েল-এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি ব্লু ওয়ার্ল্ড সিটি। সরকারের নির্ধারণ করে দেওয়া ন্যূনতম মূল্য সাড়ে ৮ হাজার কোটি রুপির চেয়ে যা অনেক কম।
এ অবস্থায় ব্লু ওয়ার্ল্ড সিটি কর্তৃপক্ষকে বিমান সংস্থাটির জন্য ন্যূনতম দর মেলানোর আহ্বান জানিয়েছে পাকিস্তানে বেসরকারিকরণ কমিশন। তবে ব্লু ওয়ার্ল্ড সিটির চেয়ারম্যান সাদ নাজির ১ হাজার কোটি রুপিতেই অটল রয়েছেন। তিনি বলেন—‘তারা (সরকার) যদি আমাদের দর গ্রহণ করতে না চায়, তাহলে আমাদের কিছু করার নেই।’
জানা গেছে, বিমান সংস্থাটি বিক্রি করে দেওয়ার নিলামে দর হাঁকানোর জন্য প্রাথমিকভাবে ৬টি প্রতিষ্ঠানকে যোগ্য বলে অনুমোদন করেছিল পাকিস্তান। কিন্তু এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই শেষ পর্যন্ত নিলামে আসেনি। দর না হাঁকানোর বিষয়ে তিনটি গ্রুপ রয়টার্সকে জানিয়েছে, দীর্ঘ মেয়াদে বিমান সংস্থাটির জন্য করা চুক্তির সঙ্গে সরকারের অনড় থাকা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে নতুন সরকার এলে চুক্তিটির ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওই তিনটি গ্রুপের একটির নির্বাহী।
এমন উদ্বেগের বিষয়ে পাকিস্তান সরকারের মতামত জানতে চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
দর হাঁকানো একমাত্র প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটির ওয়েবসাইট অনুসারে—এই সংস্থাটি হলো, বিজিসি-আইজিসি কনসোর্টিয়ামের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। এটিকে ‘পাক-চীন বন্ধুত্বপূর্ণ শহর’ প্রকল্প হিসেবে বর্ণনা করা হয়েছে। গত বছরের জুনে ব্লু ওয়ার্ল্ড সিটির সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিষিদ্ধ করেছিল রাওয়ালপিন্ডি ডেভেলপমেন্ট অথোরিটি। তারা এটিকে ‘অবৈধ আবাসন প্রকল্প’ হিসেবে অভিহিত করেছিল।
উল্লেখ্য, ৭ বিলিয়ন ডলার ঋণ নেওয়ায় বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রোগ্রামের অধীনে রয়েছে পাকিস্তান। সে অনুযায়ী, তহবিল বাড়াতে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর সংস্কারের জন্য ঋণে জর্জরিত পিআইএ-এর বেশির ভাগ শেয়ার বিক্রি করে দিতে চাইছে পাক সরকার।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসকে (পিআইএ) বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই প্রক্রিয়ায় সংস্থাটির ৬০ শতাংশ শেয়ার বিক্রি করে দিতে একটি নিলামের আয়োজন করা হয়েছিল। কিন্তু মাত্র একটি প্রতিষ্ঠান ছাড়া বিমান সংস্থাটি কিনতে আর কোনো পক্ষই আগ্রহ দেখায়নি।
শুক্রবার ডন জানিয়েছে, সংস্থাটির নিলামে যোগ দিয়ে মাত্র ১ হাজার কোটি পাকিস্তানি রুপি দাম হাঁকিয়েছে রিয়েল-এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি ব্লু ওয়ার্ল্ড সিটি। সরকারের নির্ধারণ করে দেওয়া ন্যূনতম মূল্য সাড়ে ৮ হাজার কোটি রুপির চেয়ে যা অনেক কম।
এ অবস্থায় ব্লু ওয়ার্ল্ড সিটি কর্তৃপক্ষকে বিমান সংস্থাটির জন্য ন্যূনতম দর মেলানোর আহ্বান জানিয়েছে পাকিস্তানে বেসরকারিকরণ কমিশন। তবে ব্লু ওয়ার্ল্ড সিটির চেয়ারম্যান সাদ নাজির ১ হাজার কোটি রুপিতেই অটল রয়েছেন। তিনি বলেন—‘তারা (সরকার) যদি আমাদের দর গ্রহণ করতে না চায়, তাহলে আমাদের কিছু করার নেই।’
জানা গেছে, বিমান সংস্থাটি বিক্রি করে দেওয়ার নিলামে দর হাঁকানোর জন্য প্রাথমিকভাবে ৬টি প্রতিষ্ঠানকে যোগ্য বলে অনুমোদন করেছিল পাকিস্তান। কিন্তু এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই শেষ পর্যন্ত নিলামে আসেনি। দর না হাঁকানোর বিষয়ে তিনটি গ্রুপ রয়টার্সকে জানিয়েছে, দীর্ঘ মেয়াদে বিমান সংস্থাটির জন্য করা চুক্তির সঙ্গে সরকারের অনড় থাকা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে নতুন সরকার এলে চুক্তিটির ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওই তিনটি গ্রুপের একটির নির্বাহী।
এমন উদ্বেগের বিষয়ে পাকিস্তান সরকারের মতামত জানতে চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
দর হাঁকানো একমাত্র প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটির ওয়েবসাইট অনুসারে—এই সংস্থাটি হলো, বিজিসি-আইজিসি কনসোর্টিয়ামের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। এটিকে ‘পাক-চীন বন্ধুত্বপূর্ণ শহর’ প্রকল্প হিসেবে বর্ণনা করা হয়েছে। গত বছরের জুনে ব্লু ওয়ার্ল্ড সিটির সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিষিদ্ধ করেছিল রাওয়ালপিন্ডি ডেভেলপমেন্ট অথোরিটি। তারা এটিকে ‘অবৈধ আবাসন প্রকল্প’ হিসেবে অভিহিত করেছিল।
উল্লেখ্য, ৭ বিলিয়ন ডলার ঋণ নেওয়ায় বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রোগ্রামের অধীনে রয়েছে পাকিস্তান। সে অনুযায়ী, তহবিল বাড়াতে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর সংস্কারের জন্য ঋণে জর্জরিত পিআইএ-এর বেশির ভাগ শেয়ার বিক্রি করে দিতে চাইছে পাক সরকার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে