Ajker Patrika

ইমরান খানের মুক্তির খবরে ‘খুশি’ জেমিমা

আপডেট : ১২ মে ২০২৩, ১০: ২১
ইমরান খানের মুক্তির খবরে ‘খুশি’ জেমিমা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশে ইমরান খানের সাবেক স্ত্রী ও চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ ‘খুশি’ হয়েছেন। জেমিমার একটি টুইটার পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও নিউজ। 

গত মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করেন দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন। 

পাকিস্তানের সুপ্রিম কোর্টের এ আদেশ শোনার পর ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা টুইটারে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘অবশেষে বিবেকের জয় হয়েছে।’ পোস্টের সঙ্গে তিনি পাকিস্তানের পতাকা ও একটি হাই-ফাইভ ইমোজিও যুক্ত করেছেন। 

ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পর জেমিমা গোল্ডস্মিথ তাঁর ছেলেকে নিয়ে যুক্তরাজ্যে বাস করেন। 

জেমিমার টুইটার পোস্টইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি ও পিটিআইয়ের অন্য নেতারা পিটিআই সরকারের আমলে সরকারি কোষাগারের ১৯০ মিলিয়ন পাউন্ড ক্ষতি করার অভিযোগে দুর্নীতিবিরোধী সংস্থা এনএবির তদন্তের মুখোমুখি হচ্ছেন। এনএবির মামলার বলা হয়েছে, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্যের পাঠানো ৫০ বিলিয়ন রুপি কালোটাকা সাদা করতে ৫ বিলিয়ন রুপি ঘুষ নিয়েছিলেন। 

এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সোহাওয়ার মৌজা বাকরালায় ৪৫৮ কানালের বেশি জমির অযৌক্তিক সুবিধা পাওয়ার অভিযোগ রয়েছে। 

এসব মামলায় জামিন আবেদনের শুনানির জন্য গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছিলেন ইমরান খান। তখন তাঁকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। দুই দিনের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত