পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশে ইমরান খানের সাবেক স্ত্রী ও চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ ‘খুশি’ হয়েছেন। জেমিমার একটি টুইটার পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও নিউজ।
গত মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করেন দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের এ আদেশ শোনার পর ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা টুইটারে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘অবশেষে বিবেকের জয় হয়েছে।’ পোস্টের সঙ্গে তিনি পাকিস্তানের পতাকা ও একটি হাই-ফাইভ ইমোজিও যুক্ত করেছেন।
ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পর জেমিমা গোল্ডস্মিথ তাঁর ছেলেকে নিয়ে যুক্তরাজ্যে বাস করেন।
ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি ও পিটিআইয়ের অন্য নেতারা পিটিআই সরকারের আমলে সরকারি কোষাগারের ১৯০ মিলিয়ন পাউন্ড ক্ষতি করার অভিযোগে দুর্নীতিবিরোধী সংস্থা এনএবির তদন্তের মুখোমুখি হচ্ছেন। এনএবির মামলার বলা হয়েছে, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্যের পাঠানো ৫০ বিলিয়ন রুপি কালোটাকা সাদা করতে ৫ বিলিয়ন রুপি ঘুষ নিয়েছিলেন।
এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সোহাওয়ার মৌজা বাকরালায় ৪৫৮ কানালের বেশি জমির অযৌক্তিক সুবিধা পাওয়ার অভিযোগ রয়েছে।
এসব মামলায় জামিন আবেদনের শুনানির জন্য গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছিলেন ইমরান খান। তখন তাঁকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। দুই দিনের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশে ইমরান খানের সাবেক স্ত্রী ও চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ ‘খুশি’ হয়েছেন। জেমিমার একটি টুইটার পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও নিউজ।
গত মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করেন দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের এ আদেশ শোনার পর ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা টুইটারে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘অবশেষে বিবেকের জয় হয়েছে।’ পোস্টের সঙ্গে তিনি পাকিস্তানের পতাকা ও একটি হাই-ফাইভ ইমোজিও যুক্ত করেছেন।
ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পর জেমিমা গোল্ডস্মিথ তাঁর ছেলেকে নিয়ে যুক্তরাজ্যে বাস করেন।
ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি ও পিটিআইয়ের অন্য নেতারা পিটিআই সরকারের আমলে সরকারি কোষাগারের ১৯০ মিলিয়ন পাউন্ড ক্ষতি করার অভিযোগে দুর্নীতিবিরোধী সংস্থা এনএবির তদন্তের মুখোমুখি হচ্ছেন। এনএবির মামলার বলা হয়েছে, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্যের পাঠানো ৫০ বিলিয়ন রুপি কালোটাকা সাদা করতে ৫ বিলিয়ন রুপি ঘুষ নিয়েছিলেন।
এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সোহাওয়ার মৌজা বাকরালায় ৪৫৮ কানালের বেশি জমির অযৌক্তিক সুবিধা পাওয়ার অভিযোগ রয়েছে।
এসব মামলায় জামিন আবেদনের শুনানির জন্য গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছিলেন ইমরান খান। তখন তাঁকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। দুই দিনের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।
আগামী ২৫-২৯ আগস্ট মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের ভারত সফর বাতিল করা হয়েছে। এর ফলে প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত হয়ে গেল। পাশাপাশি মার্কিন শুল্ক থেকে ভারতের রেহাই পাওয়ার আশা ফিকে হয়ে গেছে। অতিরিক্ত এই শুল্ক আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।
২ মিনিট আগেপাকিস্তান-ভারত সম্পর্কের টানাপোড়েনের মাঝেই দিল্লিতে বৈঠক করে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়া। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে দ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বলেছেন, ‘আমরা যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। ভারতের সঙ্গে আমাদের অবস্থান একই।’ গত এপ্রিলের পেহেলগাম
৩৮ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণত রুশ ভাষায় কথা বলেন। সেটা দেশের বাইরে হোক বা দেশে। সেই চিরাচরিত প্রথা ভেঙে পুতিন স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় এক সামরিক ঘাঁটিতে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কিছু শব্দ ইংরেজিতে বলেছেন।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে বৈঠক করতে চান। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউসের দুটি সূত্র। তবে তারা এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
১ ঘণ্টা আগে