ইসরায়েলি সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা গাজার রাফাহ থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে সেখানে অভিযান শুরু করতে প্রস্তুত। গতকাল বুধবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র জানিয়েছেন, তাঁর দেশ রাফাহে ‘স্থল অভিযান চালাতে প্রস্তুত।’
ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে অভিযান চালাতে প্রস্তুত। এ সময় ওই কর্মকর্তা রাফাহকে হামাসের ঘাঁটি বলে আখ্যা দেন।
এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নেতানিয়াহু সরকার রাফাহে স্থল অভিযান চালানোর বিষয়ে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে ওই কর্মকর্তা কবে নাগাদ রাফাহে অভিযান চালানো হবে সে বিষয়ে কোনো দিনক্ষণ উল্লেখ করেননি।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা রাফাহ থেকে যাদের সরিয়ে নেওয়া হবে তাদের দেওয়ার জন্য ৪০ হাজার তাঁবু এনেছেন। একেকটি তাঁবুতে ১০ থেকে ১২ জন লোক বাস করতে পারবেন বলে জানিয়েছেন তাঁরা। রাফাহ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরের খান ইউনিসে সাদা সাদা তাঁবুর সারি দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও থেকে। তবে রয়টার্স এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
একটি সূত্র জানিয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা রাফাহ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার অনুমোদন দিতে পারে। ধারণা করা হচ্ছে, রাফাহ থেকে লোকজনকে সরিয়ে নিতে প্রায় এক মাস সময় লেগে যাবে।
আইডিএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আইডিএফ যেকোনো সময় অভিযানে যেতে প্রস্তুত। কিন্তু সবকিছু বিবেচনায় আইডিএফ নেতানিয়াহু সরকারের সবুজ সংকেতের অপেক্ষা করছে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়া পর থেকে অঞ্চলটির প্রায় অর্ধেক মানুষই রাফাহে আশ্রয় নিয়েছিল। সংখ্যার বিচারে যা প্রায় ১৪ লাখ বা তার আশপাশে। এবার সেই অঞ্চলেও অভিযান শুরুর বিষয়ে হম্বিতম্বি করে যাচ্ছে ইসরায়েল। তবে এখনো শহরটিতে প্রায়শই ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালাচ্ছে।
ইসরায়েলি সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা গাজার রাফাহ থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে সেখানে অভিযান শুরু করতে প্রস্তুত। গতকাল বুধবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র জানিয়েছেন, তাঁর দেশ রাফাহে ‘স্থল অভিযান চালাতে প্রস্তুত।’
ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে অভিযান চালাতে প্রস্তুত। এ সময় ওই কর্মকর্তা রাফাহকে হামাসের ঘাঁটি বলে আখ্যা দেন।
এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নেতানিয়াহু সরকার রাফাহে স্থল অভিযান চালানোর বিষয়ে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে ওই কর্মকর্তা কবে নাগাদ রাফাহে অভিযান চালানো হবে সে বিষয়ে কোনো দিনক্ষণ উল্লেখ করেননি।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা রাফাহ থেকে যাদের সরিয়ে নেওয়া হবে তাদের দেওয়ার জন্য ৪০ হাজার তাঁবু এনেছেন। একেকটি তাঁবুতে ১০ থেকে ১২ জন লোক বাস করতে পারবেন বলে জানিয়েছেন তাঁরা। রাফাহ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরের খান ইউনিসে সাদা সাদা তাঁবুর সারি দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও থেকে। তবে রয়টার্স এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
একটি সূত্র জানিয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা রাফাহ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার অনুমোদন দিতে পারে। ধারণা করা হচ্ছে, রাফাহ থেকে লোকজনকে সরিয়ে নিতে প্রায় এক মাস সময় লেগে যাবে।
আইডিএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আইডিএফ যেকোনো সময় অভিযানে যেতে প্রস্তুত। কিন্তু সবকিছু বিবেচনায় আইডিএফ নেতানিয়াহু সরকারের সবুজ সংকেতের অপেক্ষা করছে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়া পর থেকে অঞ্চলটির প্রায় অর্ধেক মানুষই রাফাহে আশ্রয় নিয়েছিল। সংখ্যার বিচারে যা প্রায় ১৪ লাখ বা তার আশপাশে। এবার সেই অঞ্চলেও অভিযান শুরুর বিষয়ে হম্বিতম্বি করে যাচ্ছে ইসরায়েল। তবে এখনো শহরটিতে প্রায়শই ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালাচ্ছে।
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
১৮ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
২ ঘণ্টা আগে