Ajker Patrika

ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলে হামাসকে সমর্থনের বার্তা ইরানের

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১২: ০২
ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলে হামাসকে সমর্থনের বার্তা ইরানের

ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলে হামাসকে সহায়তা দেওয়ার বার্তা দিয়েছে ইরান। গত রোববার এক সাক্ষাৎকারে অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর এলিট শাখা ইরান’স রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসিন রেজায়ি এ তথ্য দিয়েছেন। লেবাননের গণমাধ্যমকে তিনি জানান, গাজায় ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করতে ইরান সমর্থিত ইরাক ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলো প্রস্তুত রয়েছে।

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বাব-এল-মান্দেব প্রণালিতে ইসরায়েলি জাহাজ ছিনতাই করেছে। এরই মধ্যে আইআরজিসির সাবেক কমান্ডার মোহসিন রেজায়ি বলেন, ‘সামনের দিনগুলোতে গাজার সংঘাতে আরও কিছু গ্রুপকে যোগ দিতে দেখব আমরা।’

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গাজার অধিবাসীদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলে এই যুদ্ধে ফিলিস্তিনিরা আরও বেশি সমর্থন পাবে। হামাস একা নয়। লেবানন, ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ শক্তিগুলোর সমর্থন আছে তাদের সঙ্গে।’

লোহিত সাগর থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ‘গ্যালাক্সি লিডার’ নামে একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সে ঘটনা নিয়েও কথা বলেছেন মোহসিন রেজায়ি। তিনি বলেন, জাহাজ ছিনতাইয়ের দায় যুক্তরাষ্ট্রের। কারণ, যুদ্ধে ইসরায়েলের শক্তি বাড়াতে এই জাহাজে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি আরও বলেন, গাজার যুদ্ধ এখন আর সেই অঞ্চলের নিয়ন্ত্রণে নেই। এই যুদ্ধে ইসরায়েলের ভাগ্য নির্ধারিত হবে। প্রতিরোধ অক্ষ এই যুদ্ধে আরও অনেক বড় ভূমিকা পালন করবে। তাদের ভাগ্যও এখানেই ঠিক হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দোল্লাহিয়ানও অনেকটা একই সুরে বলেছেন যে, ক্রমবর্ধমান এই যুদ্ধের প্রথম পর্যায় শুরু হয়েছে প্রতিরোধ দলগুলোর নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার মাধ্যমে। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধ করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলে মনে রাখতে হবে যে, সকল বিকল্পই আছে পরিকল্পনার টেবিলে। আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনও হতে পারে।

এদিকে, জাহাজ ছিনতাইয়ের ঘটনাটিকে ‘ইরানের সন্ত্রাসী কার্যকলাপ’ হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে ‘বৈশ্বিক পরিণতির জন্য অত্যন্ত গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছে। পাবলিক শিপিং ডেটাবেইস অনুযায়ী, গাড়ি বহনকারী ওই জাহাজটির মালিকানার বিবরণে আব্রাহাম রামি উঙ্গারের নাম রয়েছে। তিনি ইসরায়েলের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে পরিচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত