Ajker Patrika

চুরি যাওয়া শিবের ত্রিমূর্তিসহ ৩০ লাখ ডলারের পুরাকীর্তি কম্বোডিয়াকে ফেরত দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৩: ৫৩
চুরি যাওয়া শিবের ত্রিমূর্তিসহ ৩০ লাখ ডলারের পুরাকীর্তি কম্বোডিয়াকে ফেরত দিল যুক্তরাষ্ট্র

লুট, বিক্রি ও চুরি যাওয়া ৩০টি পুরাকীর্তি কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার নিউইয়র্কের কৌঁসুলিরা আমেরিকান ব্যবসায়ী ও পাচারকারীদের আনা এসব পুরাকীর্তি ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পুরাকীর্তিগুলোর মোট মূল্য ৩০ লাখ ডলার বলে জানিয়েছেন ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ। 

এক বিবৃতিতে ব্র্যাগ বলেন, সম্প্রতি এক প্রত্যাবাসন অনুষ্ঠানের মাধ্যমে নমপেনে ২৭টি ও জাকার্তায় দুটি পুরাকীর্তি ফেরত দেওয়া হয়েছে। পুরাকীর্তিগুলোর মধ্যে ছিল—কম্বোডিয়া থেকে লুট করা হিন্দুধর্মের শিবের ত্রিমূর্তি এবং ইন্দোনেশিয়া থেকে চুরি করা মাজাপাহিত সাম্রাজ্যের (১৩শ–১৬শ শতাব্দী) দুই রাজকীয় ব্যক্তিত্বের একটি পাথরের খোদাই করা চিত্র। 

পুরাকীর্তিগুলোর অবৈধ পাচারের জন্য ভারতীয় বংশোদ্ভূত আর্ট ডিলার আমেরিকান সুভাষ কাপুর ও আমেরিকান ন্যান্সি উইনারকে অভিযুক্ত করেন ব্র্যাগ। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে চুরি করা পুরাকীর্তি নিজের ম্যানহাটন গ্যালারিতে বিক্রির জন্য পাচারের নেটওয়ার্ক চালানোর অভিযোগে অভিযুক্ত কাপুর এক দশকেরও বেশি সময় ধরে মার্কিন বিচার বিভাগের নজরদারিতে ছিলেন। 

২০১১ সালে জার্মানিতে কাপুরকে গ্রেপ্তার করে ভারতে ফেরত পাঠানো হয়। সেখানে তাঁর বিচার করা হয় এবং ২০২২ সালের নভেম্বরে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

চুরি করা শিল্পকর্ম পাচার নিয়ে ষড়যন্ত্রের সব অভিযোগ অস্বীকার করেছেন কাপুর। 

ব্র্যাগ এক বিবৃতিতে বলেন, ‘আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ার পুরাকীর্তি পাচারের নেটওয়ার্কের বিস্তৃতি বের করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছি। স্পষ্টতই এখনো অনেক কাজ বাকি।’  

চুরি করা শিল্পকর্ম পাচারের জন্য ২০২১ সালে দণ্ডিত উইনার শিবের ব্রোঞ্জের মূর্তি বিক্রি করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ২০০৭ সালে ডেনভার (কলোরাডো) মিউজিয়াম অব আর্টে তিনি পুরাকীর্তিটি দান করে দেন। 

২০২৩ সালে নিউইয়র্কের আদালত এই পুরাকীর্তি জব্দ করে। 

ব্র্যাগের নেতৃত্বে পুরাকীর্তি পাচার ইউনিট এই নিয়ে ২৫টিরও বেশি দেশ থেকে চুরি হওয়া প্রায় ১ হাজার ২০০টি পুরাকীর্তি উদ্ধার করেছে, যেগুলোর মোট মূল্য ২৫ কোটি ডলারেরও বেশি। পুরাকীর্তি পাচারের জন্য নিউইয়র্ক একটি প্রধান কেন্দ্র। সাম্প্রতিক বছরগুলোতে এর জাদুঘরগুলো থেকে অনেকগুলো পুরাকীর্তি উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত