Ajker Patrika

লেবাননের সঙ্গে ঐতিহাসিক সমুদ্রসীমা চুক্তি ইসরায়েলের

লেবাননের সঙ্গে ঐতিহাসিক সমুদ্রসীমা চুক্তি ইসরায়েলের

গ্যাস সমৃদ্ধ ভূমধ্যসাগরে দীর্ঘদিন ধরে চলমান সামুদ্রিক সীমান্ত বিরোধের অবসান করতে লেবাননের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ চুক্তি হয়েছে। চুক্তির ফলে এখন থেকে দুই দেশই ভূমধ্যসাগরের এ অঞ্চল থেকে গ্যাস উত্তোলনের কার্যক্রম চালাতে পারবে। শিগগিরই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। তবে সেটির দিনক্ষণ চূড়ান্ত হয়নি। 

আজ মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই ঐতিহাসিক অর্জন দেশটির নিরাপত্তা আরও শক্তিশালী করবে। শিগগিরই চুক্তির ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছে লেবাননও। 

লেবাননের প্রধান সমঝোতাকারী ইলিয়াস বো সাব বলেন, ‘চূড়ান্ত খসড়া প্রেসিডেন্ট মাইকেল আউনের কাছে পাঠানো হয়েছে। আমরা এমন একটি সমাধানে এসেছি যা দুই পক্ষকেই সন্তুষ্ট করেছে। লেবানন পূর্ণ অধিকার অর্জন করেছে। আমাদের সব প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে। চূড়ান্ত খসড়ায় লেবাননের সব চাওয়া স্থান পেয়েছে। আমরা মনে করি অপর পক্ষের জন্যও বিষয়টি একই ধরনের হবে।’  
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত