পরাগ মাঝি
ইসরায়েলি বোমা হামলায় মারা গেছেন ফিলিস্তিনি ঔপন্যাসিক ও কবি হিবা আবু নাদা। চলমান সংঘাতের মধ্যে গত ২০ অক্টোবর গাজার দক্ষিণ অংশে অবস্থিত নিজ বাসভবনেই নিহত হয়েছেন তিনি। ‘দার দিওয়ান’ হিবা আবু নাদার আলোচিত একটি বইয়ের নাম। এই বইটির ইংরেজি নামের বাংলা করলে দাঁড়ায় ‘মৃতের জন্য অক্সিজেন নয়’।
মাত্র ৩২ বছর বয়সেই ফিলিস্তিনিদের মধ্যে প্রভাবশালী কবি হয়ে উঠেছিলেন তিনি। ২০১৬ সালে পেয়েছিলেন মধ্যপ্রাচ্যের সম্মানজনক শারজা পুরস্কার। তবে মৃত্যুর পরই ফিলিস্তিনিদের মধ্যে আরও বেশি প্রভাব সৃষ্টি করেছেন হিবা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁকে নিয়ে চলছে শোকের মাতম। অনেকেই তাঁর লেখা কবিতা পোস্ট করছেন। মৃত্যুর পর তাঁর ভাইরাল হওয়া একটি কবিতার লাইনগুলো এমন—
‘আমরা এখন সপ্তম স্বর্গে
সেখানে গড়ে উঠেছে নতুন এক শহর।
রক্তাক্ত কাপড়ে এখানে চিৎকার করছে রোগী আর চিকিৎসকেরা।
শিক্ষকেরা শিশুদের ওপর আর রাগছে না,
পরিবারগুলোরও নেই কোনো দুঃখ, নেই ব্যথা।
ক্যামেরায় স্বর্গের ফটো তুলছে রিপোর্টাররা।
আর কবিরা, যারা অমর প্রেমের গান গায়—
সবাই গাজার বাসিন্দা।
স্বর্গে আরেক গাজা বানাচ্ছে তারা
যে গাজায় নেই কোনো নিষেধাজ্ঞা।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ হিবা আবু নাদা তাঁর সর্বশেষ টুইট করেছিলেন ইসরায়েলে হামাসের হামলার পরদিন গত ৮ অক্টোবর রাতে। গাজায় ইসরায়েলের তীব্র বোমা হামলার সেই রাতে নিজের মাতৃভাষার অক্ষরে হিবা লিখেছিলেন—‘গাজার রাত রকেটের আভা ছাড়া অন্ধকার, বোমার আওয়াজ ছাড়া শান্ত, প্রার্থনার শান্তি ছাড়া ভয়ংকর, শহীদদের নূর ছাড়া কালো। শুভ রাত্রি, গাজা।’
ইসরায়েলি বোমা হামলায় মারা গেছেন ফিলিস্তিনি ঔপন্যাসিক ও কবি হিবা আবু নাদা। চলমান সংঘাতের মধ্যে গত ২০ অক্টোবর গাজার দক্ষিণ অংশে অবস্থিত নিজ বাসভবনেই নিহত হয়েছেন তিনি। ‘দার দিওয়ান’ হিবা আবু নাদার আলোচিত একটি বইয়ের নাম। এই বইটির ইংরেজি নামের বাংলা করলে দাঁড়ায় ‘মৃতের জন্য অক্সিজেন নয়’।
মাত্র ৩২ বছর বয়সেই ফিলিস্তিনিদের মধ্যে প্রভাবশালী কবি হয়ে উঠেছিলেন তিনি। ২০১৬ সালে পেয়েছিলেন মধ্যপ্রাচ্যের সম্মানজনক শারজা পুরস্কার। তবে মৃত্যুর পরই ফিলিস্তিনিদের মধ্যে আরও বেশি প্রভাব সৃষ্টি করেছেন হিবা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁকে নিয়ে চলছে শোকের মাতম। অনেকেই তাঁর লেখা কবিতা পোস্ট করছেন। মৃত্যুর পর তাঁর ভাইরাল হওয়া একটি কবিতার লাইনগুলো এমন—
‘আমরা এখন সপ্তম স্বর্গে
সেখানে গড়ে উঠেছে নতুন এক শহর।
রক্তাক্ত কাপড়ে এখানে চিৎকার করছে রোগী আর চিকিৎসকেরা।
শিক্ষকেরা শিশুদের ওপর আর রাগছে না,
পরিবারগুলোরও নেই কোনো দুঃখ, নেই ব্যথা।
ক্যামেরায় স্বর্গের ফটো তুলছে রিপোর্টাররা।
আর কবিরা, যারা অমর প্রেমের গান গায়—
সবাই গাজার বাসিন্দা।
স্বর্গে আরেক গাজা বানাচ্ছে তারা
যে গাজায় নেই কোনো নিষেধাজ্ঞা।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ হিবা আবু নাদা তাঁর সর্বশেষ টুইট করেছিলেন ইসরায়েলে হামাসের হামলার পরদিন গত ৮ অক্টোবর রাতে। গাজায় ইসরায়েলের তীব্র বোমা হামলার সেই রাতে নিজের মাতৃভাষার অক্ষরে হিবা লিখেছিলেন—‘গাজার রাত রকেটের আভা ছাড়া অন্ধকার, বোমার আওয়াজ ছাড়া শান্ত, প্রার্থনার শান্তি ছাড়া ভয়ংকর, শহীদদের নূর ছাড়া কালো। শুভ রাত্রি, গাজা।’
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন মাটি থেকে দেওয়া পারমাণবিক হুমকি ঘিরে বিশ্বরাজনীতিতে তোলপাড়। মুনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, প্রয়োজনে অর্ধেক বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাব। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগেসিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় চাপে পাকিস্তান। এই আবহে দেশটির সাবেক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো গতকাল সোমবার সিন্ধে এক সমাবেশে বলেছেন, ‘ভারত যদি আগ্রাসন চালিয়ে যায়, তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না।’ তাঁর মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দুই দেশের সম্পর্কে।
৩ ঘণ্টা আগেরাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ভারত থেকে বাণিজ্যিক লেনদেনের অর্থ রাশিয়া ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে। এর জেরেই ভারতীয় পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কের ওপর নতুন...
৩ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
৫ ঘণ্টা আগে