Ajker Patrika

গ্রেটা থুনবার্গের গাজামুখী জাহাজে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৪ জুন ২০২৫, ১৯: ৪৬
গত রোববার ইতালি থেকে যাত্রা করেছে গ্রেটা থুনবার্গের জাহাজ। ছবি: দ্য টাইমস
গত রোববার ইতালি থেকে যাত্রা করেছে গ্রেটা থুনবার্গের জাহাজ। ছবি: দ্য টাইমস

ইসরায়েলি অবরোধের প্রতিবাদে জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক মুখ গ্রেটা থুনবার্গসহ একদল কর্মী গাজা অভিমুখে যাত্রা করেছেন। এই যাত্রাকে কেন্দ্র করে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, তারা প্রয়োজনে ওই জাহাজে অভিযান চালাবে।

আজ বুধবার যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, ইতালির একটি বন্দর থেকে গত রোববার ১২ জন কর্মীসহ ‘ম্যাডলিন’ নামের একটি পালতোলা নৌকায় করে গাজার উদ্দেশে রওনা দেন সুইডেনের ২২ বছর বয়সী থুনবার্গ। তাদের সঙ্গে রয়েছে ‘প্রতীকী পরিমাণ’ সাহায্যসামগ্রী, বিশেষ করে দুধ ও প্রোটিন বার।

এই অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ‘এই ধরনের পরিস্থিতির জন্য আমরাও প্রস্তুত। আমরা বিগত বছরগুলোতে অভিজ্ঞতা অর্জন করেছি এবং সেই অভিজ্ঞতার আলোকে ব্যবস্থা নেব।’

ডেফরিন বিস্তারিত কিছু না বললেও ২০১০ সালের ‘ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানের কথা ইঙ্গিত করেছেন। সে সময় তুরস্কের কর্মীবাহী ওই জাহাজে অভিযান চালিয়ে ৯ জনকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী।

এবারও ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর উদ্যোগে পরিচালিত হচ্ছে গ্রেটা থুনবার্গের যাত্রা। সংগঠনটি এই যাত্রাকে ইসরায়েলের অবৈধ অবরোধ ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ এবং সরাসরি কর্মসূচি হিসেবে বর্ণনা করছে।

গ্রেটা থুনবার্গ বলেছেন, ‘আমরা জানি, পরিস্থিতি কঠিন। কিন্তু চেষ্টা না করলে মানবতা রক্ষা করা সম্ভব নয়। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি।’ বর্তমানে জাহাজটি ক্রিট দ্বীপের পশ্চিমে অবস্থান করছে।

এদিকে, মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকে গাজায় তিন মাসের কঠোর অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এতে আন্তর্জাতিক চাপ বেড়েছে। ব্রিটেন, কানাডা ও ফ্রান্স সামরিক অভিযান বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। ব্রিটেন ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত