আজকের পত্রিকা ডেস্ক
ইসরায়েলি অবরোধের প্রতিবাদে জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক মুখ গ্রেটা থুনবার্গসহ একদল কর্মী গাজা অভিমুখে যাত্রা করেছেন। এই যাত্রাকে কেন্দ্র করে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, তারা প্রয়োজনে ওই জাহাজে অভিযান চালাবে।
আজ বুধবার যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, ইতালির একটি বন্দর থেকে গত রোববার ১২ জন কর্মীসহ ‘ম্যাডলিন’ নামের একটি পালতোলা নৌকায় করে গাজার উদ্দেশে রওনা দেন সুইডেনের ২২ বছর বয়সী থুনবার্গ। তাদের সঙ্গে রয়েছে ‘প্রতীকী পরিমাণ’ সাহায্যসামগ্রী, বিশেষ করে দুধ ও প্রোটিন বার।
এই অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ‘এই ধরনের পরিস্থিতির জন্য আমরাও প্রস্তুত। আমরা বিগত বছরগুলোতে অভিজ্ঞতা অর্জন করেছি এবং সেই অভিজ্ঞতার আলোকে ব্যবস্থা নেব।’
ডেফরিন বিস্তারিত কিছু না বললেও ২০১০ সালের ‘ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানের কথা ইঙ্গিত করেছেন। সে সময় তুরস্কের কর্মীবাহী ওই জাহাজে অভিযান চালিয়ে ৯ জনকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী।
এবারও ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর উদ্যোগে পরিচালিত হচ্ছে গ্রেটা থুনবার্গের যাত্রা। সংগঠনটি এই যাত্রাকে ইসরায়েলের অবৈধ অবরোধ ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ এবং সরাসরি কর্মসূচি হিসেবে বর্ণনা করছে।
গ্রেটা থুনবার্গ বলেছেন, ‘আমরা জানি, পরিস্থিতি কঠিন। কিন্তু চেষ্টা না করলে মানবতা রক্ষা করা সম্ভব নয়। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি।’ বর্তমানে জাহাজটি ক্রিট দ্বীপের পশ্চিমে অবস্থান করছে।
এদিকে, মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকে গাজায় তিন মাসের কঠোর অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এতে আন্তর্জাতিক চাপ বেড়েছে। ব্রিটেন, কানাডা ও ফ্রান্স সামরিক অভিযান বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। ব্রিটেন ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলি অবরোধের প্রতিবাদে জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক মুখ গ্রেটা থুনবার্গসহ একদল কর্মী গাজা অভিমুখে যাত্রা করেছেন। এই যাত্রাকে কেন্দ্র করে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, তারা প্রয়োজনে ওই জাহাজে অভিযান চালাবে।
আজ বুধবার যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, ইতালির একটি বন্দর থেকে গত রোববার ১২ জন কর্মীসহ ‘ম্যাডলিন’ নামের একটি পালতোলা নৌকায় করে গাজার উদ্দেশে রওনা দেন সুইডেনের ২২ বছর বয়সী থুনবার্গ। তাদের সঙ্গে রয়েছে ‘প্রতীকী পরিমাণ’ সাহায্যসামগ্রী, বিশেষ করে দুধ ও প্রোটিন বার।
এই অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ‘এই ধরনের পরিস্থিতির জন্য আমরাও প্রস্তুত। আমরা বিগত বছরগুলোতে অভিজ্ঞতা অর্জন করেছি এবং সেই অভিজ্ঞতার আলোকে ব্যবস্থা নেব।’
ডেফরিন বিস্তারিত কিছু না বললেও ২০১০ সালের ‘ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানের কথা ইঙ্গিত করেছেন। সে সময় তুরস্কের কর্মীবাহী ওই জাহাজে অভিযান চালিয়ে ৯ জনকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী।
এবারও ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর উদ্যোগে পরিচালিত হচ্ছে গ্রেটা থুনবার্গের যাত্রা। সংগঠনটি এই যাত্রাকে ইসরায়েলের অবৈধ অবরোধ ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ এবং সরাসরি কর্মসূচি হিসেবে বর্ণনা করছে।
গ্রেটা থুনবার্গ বলেছেন, ‘আমরা জানি, পরিস্থিতি কঠিন। কিন্তু চেষ্টা না করলে মানবতা রক্ষা করা সম্ভব নয়। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি।’ বর্তমানে জাহাজটি ক্রিট দ্বীপের পশ্চিমে অবস্থান করছে।
এদিকে, মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকে গাজায় তিন মাসের কঠোর অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এতে আন্তর্জাতিক চাপ বেড়েছে। ব্রিটেন, কানাডা ও ফ্রান্স সামরিক অভিযান বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। ব্রিটেন ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে। চিঠিতে তারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছে, ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে। বিনিময়ে গাজায় আটক রাখা জিম্মিদের অর্ধেককে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস।
১ ঘণ্টা আগেকৌতুহলবশত উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কক্ষে ঢুকে আফগানিস্তান থেকে ভারত পৌঁছে গেছে এক কিশোর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত রোববার কেএএম এয়ারলাইন্সের আরকিউ-৪৪০১ ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেদক্ষ জনশক্তির এইচ-১বি ভিসা আবেদনের ফি ১ লাখ ডলার করেছে ট্রাম্প প্রশাসন। এবার প্রশ্ন উঠেছে, চিকিৎসকদের বেলায়ও কি এই চড়া অঙ্কের ভিসা ফি কার্যকর হবে? এ নিয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, এইচ-১বি ভিসার এই ১ লাখ ডলারের ফি দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের ছাড় মিলতে পারে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের জনপ্রিয় ব্যথানাশক টাইলেনল—যা প্যারাসিটামল নামেও পরিচিত—এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই ওষুধটির সঙ্গে অটিজমের সম্পর্ক থাকতে পারে হতে পারে। তবে এখন পর্যন্ত এই সংযোগ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।
২ ঘণ্টা আগে