সৌদি আরব নির্ধারিত বেশ কয়েকটি দেশের নাগরিকদের সৌদি নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে। এ-সংক্রান্ত আইনও পাস করেছে দেশটি। এই বছরের শুরুর দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে প্রধানমন্ত্রী এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই আইনে সম্মতি দেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মক্কা আল-মুকাররামার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই আইন পাসের বিষয়টি প্রকাশ করেছে। এর আগে গত শুক্রবার সৌদি আরবের সরকারি গেজেট উম আল কুরায় নাগরিকত্ব আইনের সংশোধনীটি প্রকাশিত হয়।
এ বছরের জানুয়ারিতে সৌদি নাগরিকত্ব আইনের ৮ নম্বর ধারা সংশোধনের জন্য একটি ডিক্রি জারি করা হয়, যা ১৩ মার্চ অনুমোদন হয়। ওই সংশোধনীতে বলা হয়েছে, মা সৌদি নাগরিক ও বাবা বিদেশি—এমন যে কেউ সৌদি আরবের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই তাঁকে আরবি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতে হবে। ভালো চরিত্র ও ব্যবহার এবং ছয় মাসের বেশি কারাবরণের রেকর্ড থাকা যাবে না।
যা-ই হোক, ইতিমধ্যে অনেক অ্যাক্টিভিস্ট এই আইনের সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, সৌদি নারীদের সন্তানদের নাগরিকত্বের জন্য এই আইন আরও বড় বাধা হয়ে দাঁড়াবে। বর্তমানে বিদেশে অবস্থান করা যেকোনো সৌদি পুরুষের সন্তানেরা কোনো আইনি বাধা ছাড়াই নাগরিকত্ব পান।
উল্লেখ্য, ২০২১ সালে সৌদি আরব বিশ্বের যেকোনো প্রান্তের বিশেষ প্রতিভাবানদের জন্য নাগরিকত্বের দ্বার খুলে দেয়। সৌদির আগে ইউনাইটেড আরব আমিরাত এই উদ্যোগ নিয়েছিল। নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়াকে সহজীকরণের অংশ হিসেবেই তারা এ উদ্যোগ নিয়েছিল।
সৌদি আরব নির্ধারিত বেশ কয়েকটি দেশের নাগরিকদের সৌদি নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে। এ-সংক্রান্ত আইনও পাস করেছে দেশটি। এই বছরের শুরুর দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে প্রধানমন্ত্রী এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই আইনে সম্মতি দেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মক্কা আল-মুকাররামার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই আইন পাসের বিষয়টি প্রকাশ করেছে। এর আগে গত শুক্রবার সৌদি আরবের সরকারি গেজেট উম আল কুরায় নাগরিকত্ব আইনের সংশোধনীটি প্রকাশিত হয়।
এ বছরের জানুয়ারিতে সৌদি নাগরিকত্ব আইনের ৮ নম্বর ধারা সংশোধনের জন্য একটি ডিক্রি জারি করা হয়, যা ১৩ মার্চ অনুমোদন হয়। ওই সংশোধনীতে বলা হয়েছে, মা সৌদি নাগরিক ও বাবা বিদেশি—এমন যে কেউ সৌদি আরবের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই তাঁকে আরবি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতে হবে। ভালো চরিত্র ও ব্যবহার এবং ছয় মাসের বেশি কারাবরণের রেকর্ড থাকা যাবে না।
যা-ই হোক, ইতিমধ্যে অনেক অ্যাক্টিভিস্ট এই আইনের সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, সৌদি নারীদের সন্তানদের নাগরিকত্বের জন্য এই আইন আরও বড় বাধা হয়ে দাঁড়াবে। বর্তমানে বিদেশে অবস্থান করা যেকোনো সৌদি পুরুষের সন্তানেরা কোনো আইনি বাধা ছাড়াই নাগরিকত্ব পান।
উল্লেখ্য, ২০২১ সালে সৌদি আরব বিশ্বের যেকোনো প্রান্তের বিশেষ প্রতিভাবানদের জন্য নাগরিকত্বের দ্বার খুলে দেয়। সৌদির আগে ইউনাইটেড আরব আমিরাত এই উদ্যোগ নিয়েছিল। নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়াকে সহজীকরণের অংশ হিসেবেই তারা এ উদ্যোগ নিয়েছিল।
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার গ্রেপ্তার হলেন তার স্ত্রী কিম কেওন হি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, শেয়ারবাজার কারসাজি ও ঘুষসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কোরিয়া একাধিকবার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার নজির থাকলেও সাবেক প্রেসিডেন্ট ও সাবেক...
১৪ মিনিট আগেবিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘অ্যান্টি-ওক’ (ওক হলো এমন এক প্রজন্ম, যারা সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের বিষয়ে সচেতন ও সক্রিয়, তবে তারা অতিরিক্ত সংবেদনশীল এবং ভিন্নমত সহ্য করতে অনিচ্ছুক) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে...
১৭ মিনিট আগেগাজায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে আরও ৭৩ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত বির্তকিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ
২ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন মাটি থেকে দেওয়া পারমাণবিক হুমকি ঘিরে বিশ্বরাজনীতিতে তোলপাড়। মুনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, প্রয়োজনে অর্ধেক বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাব। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।
১১ ঘণ্টা আগে