Ajker Patrika

ইসরায়েলি সামরিকশিল্পে সাইবার হামলা, দাবি হ্যাকারদের

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জুন ২০২৫, ১৬: ৪৮
তৃতীয় পক্ষের সাইবার সিকিউরিটি সেবাদানকারী সংস্থার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। ছবি: সংগৃহীত
তৃতীয় পক্ষের সাইবার সিকিউরিটি সেবাদানকারী সংস্থার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে বলে দাবি করেছে হ্যাকটিভিস্ট গ্রুপ সাইবারইসনাদফ্রন্ট।

গ্রুপটি তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনা সম্পর্কিত তথ্য হাতে পেয়েছে। তারা এই তথ্যগুলোকে ভবিষ্যতের লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাইবারইসনাদফ্রন্ট বেশ কয়েকটি সাইবার হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এর মধ্যে একটি হামলায় তারা ব্যাপক সামরিক যোগাযোগ অবকাঠামো অচল করে দেওয়ার দাবি করে।

সত্য হলে, এ ধরনের সাইবার হামলা ইসরায়েল-ইরান সংঘাতে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে। সামরিক হামলার পাশাপাশি সাইবার যুদ্ধও এখন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

এর আগে ইসরায়েলের সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, বেসরকারি সিসিটিভি ব্যবস্থা হ্যাক করে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে ইরান। এই কৌশল আগেও হামাস ও রাশিয়া বিভিন্ন সংঘাতে ব্যবহার করেছে।

ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে সাইবার আক্রমণের সংখ্যাও বেড়ে গেছে। ইসরায়েলপন্থী হ্যাকার গ্রুপ ‘প্রিডেটরি স্প্যারো’ ইরানের একটি প্রধান ব্যাংক ও একটি ক্রিপ্টো এক্সচেঞ্জে সাইবার আক্রমণের দায় স্বীকার করেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ইসরায়েল দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোয় পূর্ণাঙ্গ সাইবার আক্রমণ চালিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত