Ajker Patrika

গাজার শরণার্থীদের শেষ আশ্রয় রাফাহ সীমান্তেও অভিযান চালাবে ইসরায়েল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ১৭
গাজার শরণার্থীদের শেষ আশ্রয় রাফাহ সীমান্তেও অভিযান চালাবে ইসরায়েল

গাজার দক্ষিণ অংশের এক চিলতে জায়গা অবশিষ্ট ছিল, যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। সেই রাফাহতেও এবার স্থল অভিযান চালানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। অর্থাৎ, সমগ্র গাজা থেকে ইসরায়েলি আক্রমণের মুখে উদ্বাস্তু হয়ে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থলেও এবার আক্রমণ চালাতে যাচ্ছে দখলদার বাহিনী। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ইয়োভ গ্যালান্ত বলেছেন, ‘হামাসের খান ইউনিস ব্রিগেডকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা সেখানে অভিযান শেষ করব শিগগির এবং এরপর অভিযান শুরু করব রাফাহে।’ 

গত বৃহস্পতিবার ইয়োভ গ্যালান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এ ঘোষণা দেন। সেই পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা এর শেষ দেখে ছাড়ব। আর কোনো উপায় আমাদের সামনে অবশিষ্ট নেই।’ 

জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুসারে গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে প্রায় ২০ লাখই আশ্রয় নিয়েছিল মিসর সীমান্তসংলগ্ন রাফাহের এক চিলতে ভূখণ্ডে। সেখানে বড় কোনো ধরনের মানবিক সহায়তা ছাড়াই খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে স্রেফ তারপুলিন বা প্লাস্টিকের শিটে তৈরি ছোট্ট তাঁবুতে বাস করছে। এবার সেখানেও হামলার ঘোষণা দিল ইসরায়েল। 

এদিকে, গাজায় ১২০ দিন ধরে চলা ইসরায়েলি আক্রমণে অন্তত ২৭ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের ৭০ শতাংশের বেশি শিশু ও নারী। এই সময়ে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত