অনলাইন ডেস্ক
ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নাটকীয়তার পর অবশেষে শেষ হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার ১২ দিনের সংঘাত। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে ‘১২ দিনের যুদ্ধ’ বলেই আখ্যা দিয়েছেন। ইরান ও ইসরায়েল—দুই দেশের গণমাধ্যমই বিষয়টি নিশ্চিত করেছে।
ইরান ও ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময় ও শর্ত নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে।’ তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা বলেন। ট্রাম্প আরও লেখেন, ‘অনুগ্রহ করে এটি ভঙ্গ করবেন না!’
তবে ইরান বা ইসরায়েল কেউই এখনো এই যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, যা এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন। এই সংঘাতে ইরানে কয়েক শ মানুষ এবং ইসরায়েলে দুই ডজনের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া, উভয় দেশেই বিপুলসংখ্যক স্থাপনা পরস্পরের হামলায় বিধ্বস্ত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশনের অংশ প্রেস টিভি বলেছে, ‘ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি শুরু হয়েছে।’ সামরিক ঘরানার আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম টেলিগ্রামে সংক্ষিপ্ত এক লাইনের খবরে জানিয়েছে, যুদ্ধবিরতি ‘কার্যকর হওয়ার পর্যায়ে’ পৌঁছেছে। ইসরায়েলের চ্যানেল ১২ ও ওয়াইনেট নিউজ পোর্টালেও শিরোনাম এসেছে যে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
এর আগে, মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, ‘শত্রুর ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে’, তবে তারা কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেনি। এখন পর্যন্ত ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
তার আগে, গতকাল স্থানীয় সময় সোমবার রাতে ইরান ও ইসরায়েলের মধ্যে ‘১২ দিনের যুদ্ধ’ শেষ হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, ‘সবাইকে অভিনন্দন! ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ এবং পূর্ণ যুদ্ধবিরতির বিষয়ে সম্পূর্ণভাবে চুক্তি হয়েছে (এই পোস্ট লেখার প্রায় ৬ ঘণ্টা পর, যখন ইসরায়েল ও ইরান তাদের চলমান, চূড়ান্ত মিশনগুলো শেষ করবে!),১২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে, যার পর যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে!’
যুদ্ধবিরতি কখন শুরু হবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘সরকারিভাবে, আগে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং এর ১২ ঘণ্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে। ২৪ ঘণ্টা শেষে, আনুষ্ঠানিকভাবে “১২ দিনের যুদ্ধ” শেষ হওয়ার ঘোষণা বিশ্বব্যাপী উদযাপিত হবে। প্রতিটি পক্ষের যুদ্ধবিরতির সময়, অপর পক্ষ শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ করবে।’
বিভিন্ন সূত্র জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আনতে মধ্যস্থতা করেছে কাতার। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টকে এই তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চুক্তি হওয়ার আগে ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেন। এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে কথা বলেন।
এদিকে, কিছুক্ষণ আগেও ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইসরায়েল ও ইরানের মধ্যে তাঁর দাবিকৃত যুদ্ধবিরতি চুক্তির প্রশংসা করেছেন। অথচ, এখনো দুই দেশ একে অপরের ভূখণ্ডে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প বলেন, ‘আজকের এই চুক্তি আমরা করতে পারতাম না, যদি আমাদের দুর্দান্ত বি-২ বিমানের পাইলটদের মেধা ও সাহস না থাকত এবং এই অভিযানের সঙ্গে জড়িত সবার অবদান না থাকত।’
তিনি আরও যোগ করেন, ‘এক অর্থে বলতে গেলে, এবং খুব মজার ব্যাপার হলো, সেই নিখুঁত হামলা—যা রাতে চালানো হয়েছিল—সবাইকে একত্র করল, আর তার পরই চুক্তি হয়ে গেল!!!’
ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প লিখেন, ‘ইসরায়েল ও ইরান প্রায় একই সময় আমার কাছে এসে বলল, ‘শান্তি!’ আমি বুঝতে পারলাম, সময়টা এখনই। পুরো বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই হচ্ছে এই শান্তির আসল বিজয়ী! দুই দেশই ভবিষ্যতে প্রচুর ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি দেখবে।’
তিনি আরও লেখেন, ‘তারা একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারে। কিন্তু যদি তারা ন্যায়ের এবং সত্যের পথ থেকে সরে যায়, তাহলে হারানোর মতোও অনেক কিছু রয়েছে। ইসরায়েল ও ইরানের ভবিষ্যৎ সীমাহীন সম্ভাবনায় ভরা এবং সেখানে রয়েছে মহান আশার আলো। ঈশ্বর তোমাদের দুই দেশকেই আশীর্বাদ করুন!’
আরও খবর পড়ুন:
ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নাটকীয়তার পর অবশেষে শেষ হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার ১২ দিনের সংঘাত। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে ‘১২ দিনের যুদ্ধ’ বলেই আখ্যা দিয়েছেন। ইরান ও ইসরায়েল—দুই দেশের গণমাধ্যমই বিষয়টি নিশ্চিত করেছে।
ইরান ও ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময় ও শর্ত নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে।’ তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা বলেন। ট্রাম্প আরও লেখেন, ‘অনুগ্রহ করে এটি ভঙ্গ করবেন না!’
তবে ইরান বা ইসরায়েল কেউই এখনো এই যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, যা এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন। এই সংঘাতে ইরানে কয়েক শ মানুষ এবং ইসরায়েলে দুই ডজনের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া, উভয় দেশেই বিপুলসংখ্যক স্থাপনা পরস্পরের হামলায় বিধ্বস্ত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশনের অংশ প্রেস টিভি বলেছে, ‘ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি শুরু হয়েছে।’ সামরিক ঘরানার আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম টেলিগ্রামে সংক্ষিপ্ত এক লাইনের খবরে জানিয়েছে, যুদ্ধবিরতি ‘কার্যকর হওয়ার পর্যায়ে’ পৌঁছেছে। ইসরায়েলের চ্যানেল ১২ ও ওয়াইনেট নিউজ পোর্টালেও শিরোনাম এসেছে যে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
এর আগে, মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, ‘শত্রুর ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে’, তবে তারা কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেনি। এখন পর্যন্ত ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
তার আগে, গতকাল স্থানীয় সময় সোমবার রাতে ইরান ও ইসরায়েলের মধ্যে ‘১২ দিনের যুদ্ধ’ শেষ হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, ‘সবাইকে অভিনন্দন! ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ এবং পূর্ণ যুদ্ধবিরতির বিষয়ে সম্পূর্ণভাবে চুক্তি হয়েছে (এই পোস্ট লেখার প্রায় ৬ ঘণ্টা পর, যখন ইসরায়েল ও ইরান তাদের চলমান, চূড়ান্ত মিশনগুলো শেষ করবে!),১২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে, যার পর যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে!’
যুদ্ধবিরতি কখন শুরু হবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘সরকারিভাবে, আগে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং এর ১২ ঘণ্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে। ২৪ ঘণ্টা শেষে, আনুষ্ঠানিকভাবে “১২ দিনের যুদ্ধ” শেষ হওয়ার ঘোষণা বিশ্বব্যাপী উদযাপিত হবে। প্রতিটি পক্ষের যুদ্ধবিরতির সময়, অপর পক্ষ শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ করবে।’
বিভিন্ন সূত্র জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আনতে মধ্যস্থতা করেছে কাতার। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টকে এই তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চুক্তি হওয়ার আগে ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেন। এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে কথা বলেন।
এদিকে, কিছুক্ষণ আগেও ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইসরায়েল ও ইরানের মধ্যে তাঁর দাবিকৃত যুদ্ধবিরতি চুক্তির প্রশংসা করেছেন। অথচ, এখনো দুই দেশ একে অপরের ভূখণ্ডে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প বলেন, ‘আজকের এই চুক্তি আমরা করতে পারতাম না, যদি আমাদের দুর্দান্ত বি-২ বিমানের পাইলটদের মেধা ও সাহস না থাকত এবং এই অভিযানের সঙ্গে জড়িত সবার অবদান না থাকত।’
তিনি আরও যোগ করেন, ‘এক অর্থে বলতে গেলে, এবং খুব মজার ব্যাপার হলো, সেই নিখুঁত হামলা—যা রাতে চালানো হয়েছিল—সবাইকে একত্র করল, আর তার পরই চুক্তি হয়ে গেল!!!’
ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প লিখেন, ‘ইসরায়েল ও ইরান প্রায় একই সময় আমার কাছে এসে বলল, ‘শান্তি!’ আমি বুঝতে পারলাম, সময়টা এখনই। পুরো বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই হচ্ছে এই শান্তির আসল বিজয়ী! দুই দেশই ভবিষ্যতে প্রচুর ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি দেখবে।’
তিনি আরও লেখেন, ‘তারা একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারে। কিন্তু যদি তারা ন্যায়ের এবং সত্যের পথ থেকে সরে যায়, তাহলে হারানোর মতোও অনেক কিছু রয়েছে। ইসরায়েল ও ইরানের ভবিষ্যৎ সীমাহীন সম্ভাবনায় ভরা এবং সেখানে রয়েছে মহান আশার আলো। ঈশ্বর তোমাদের দুই দেশকেই আশীর্বাদ করুন!’
আরও খবর পড়ুন:
ভারতের স্বাধীনতা দিবসে দেশটির বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষ কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই বিষয়টি নিয়ে ভারতে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলমত-নির্বিশেষে অনেক রাজনীতিক এই নিষেধাজ্ঞাকে মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে,
১ সেকেন্ড আগেদক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার গ্রেপ্তার হলেন তার স্ত্রী কিম কেওন হি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, শেয়ারবাজার কারসাজি ও ঘুষসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কোরিয়া একাধিকবার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার নজির থাকলেও সাবেক প্রেসিডেন্ট ও সাবেক...
১৪ মিনিট আগেবিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘অ্যান্টি-ওক’ (ওক হলো এমন এক প্রজন্ম, যারা সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের বিষয়ে সচেতন ও সক্রিয়, তবে তারা অতিরিক্ত সংবেদনশীল এবং ভিন্নমত সহ্য করতে অনিচ্ছুক) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে...
১৮ মিনিট আগেগাজায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে আরও ৭৩ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত বির্তকিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ
২ ঘণ্টা আগে