Ajker Patrika

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব: যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ায় কূটনীতিকদের সফর বাতিল নেতানিয়াহুর

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১২: ১২
গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব: যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ায় কূটনীতিকদের সফর বাতিল নেতানিয়াহুর

গাজায় যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেতানিয়াহু। চলতি সপ্তাহে ইসরায়েলের শীর্ষ কূটনীতিকদের ওয়াশিংটন সফর বাতিল করেছেন তিনি। 

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণের শহর রাফাহতে সামরিক অভিযান চালানোর বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল ইসরায়েলের শীর্ষ কূটনীতিকদের। ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীদের হাতে আটক সব জিম্মির মুক্তির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেওয়ায় এ সফর বাতিল করেছেন নেতানিয়াহু। 

এ বৈঠক স্থগিত হওয়ার ফলে রাফাহতে স্থল আগ্রাসন রোধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার পথে নতুন এক বাধা সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য সর্বশেষ তুলনামূলক নিরাপদ আশ্রয়স্থল হলো রাফাহ। অঞ্চলটিতে এই ধরনের আক্রমণের হুমকি দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। 

বাইডেনের অবাধ্য হয়ে নেতানিয়াহু যদি অভিযান এগিয়ে নিয়ে যান তবে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করে দেবে কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। 

রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রশাসনের সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি অ্যারন ডেভিড মিলার বলেন, ‘এ থেকে বোঝা যাচ্ছে, বাইডেন প্রশাসন ও নেতানিয়াহুর মধ্যে সম্পর্কে ফাটল ধরছে। সতর্কতার সঙ্গে এ সংকট মোকাবিলা করা না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে।’ 

কয়েক মাস ধরে ইসরায়েলকে রক্ষা করার দীর্ঘকালীন মার্কিন নীতি থেকে সরে বাইডেনের জাতিসংঘ পরিষদে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত ইসরায়েলি নেতার প্রতি ক্রমবর্ধমান মার্কিন হতাশারই ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আগামী নভেম্বরে প্রেসিডেন্ট পদের জন্য পুনঃনির্বাচন করতে যাচ্ছেন বাইডেন। এ সময় আমেরিকার মিত্র ও ডেমোক্র্যাটদের কাছ থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর লাগাম টেনে ধরতে চাপের মুখে পড়েছেন তিনি। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস বাহিনীর আকস্মিক হামলার শোধ নিতে গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

মার্কিন সফর বাতিল ঘোষণার পাশাপাশি নেতানিয়াহু বলেন, প্রস্তাবে ভেটো দিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা দেশটির আগের অবস্থান থেকে ‘স্পষ্ট পশ্চাদপসরণ’ এবং ইসরায়েলের যুদ্ধ প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। 

এদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, বাইডেন প্রশাসন ইসরায়েলের সিদ্ধান্তে বিস্মিত হয়েছে এবং এটিকে একটি অতিপ্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করেছে। তাদের দাবি, মার্কিন নীতিতে কোনো পরিবর্তন হয়নি। 

উল্লেখ্য, গাজা উপত্যকায় প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধে ওয়াশিংটন এতদিন ধরে যুদ্ধবিরতি শব্দটি এড়িয়ে গেছে। এমনকি হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় ইসরায়েলকে রক্ষা করতে জাতিসংঘে ভেটো ক্ষমতা ব্যবহার করেছে দেশটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত