Ajker Patrika

ইসরায়েল না থামলে আরও কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

আজকের পত্রিকা ডেস্ক­
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইসরায়েল না থামলে আরও কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে ইরান আরও ‘তীব্র ও কঠিন জবাব’ দেবে।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আজ শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ‘জায়োনিস্ট আগ্রাসন অব্যাহত থাকলে ইরানি সশস্ত্র বাহিনী তার জবাবে আরও কঠোর জবাব দেবে।’

তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানসহ প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে ঐক্য ও কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় তেহরান।

এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ আশঙ্কাজনকভাবে তীব্র হয়েছে। শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আকস্মিক বিমান হামলা চালায়, যাতে বহু মানুষ নিহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরাও ছিলেন বলে জানানো হয়।

এর জবাবে ইরান সেদিনই রাতেই ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

উত্তেজনার এই প্রেক্ষাপটে চীন, রাশিয়া, এবং জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক শক্তি দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে। চীন ইতিমধ্যেই ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে একে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত