মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ সৌদি আরবের বিস্তীর্ণ অঞ্চলে যাত্রীদের বিলাসবহুল ভ্রমণের অভিজ্ঞতা দিতে প্রস্তুত ড্রিম অব দ্য ডেজার্ট নামে একটি সুপার-লাক্সারি ট্রেন। ২০২৬ সালে চালু হতে যাওয়া এই ট্রেনটি হবে মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারকাবিশিষ্ট বিলাসবহুল ট্রেন। সম্প্রতি এই ট্রেনের অন্দরসজ্জার নকশা প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ইতালির বিলাসবহুল ব্র্যান্ড আর্সেনালে এসপিএ এবং সৌদি রেলওয়ে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। ফরাসি-বৈরুতভিত্তিক স্থপতি আলাইন আসমার দ’আম্মান ট্রেনটির নকশা করেছেন। সৌদি সংস্কৃতি ও ঐতিহ্য এই নকশায় প্রাধান্য পেয়েছে।
ট্রেনের নকশায় সৌদি আরবের আলউলা, মাদাইন সালেহ ও হাইলের মতো ঐতিহ্যবাহী স্থানের মোটিফ ব্যবহার করা হয়েছে। পুরো ট্রেনের রঙে মরুভূমির স্বর্ণালি ও বালুকাময় আবহের সঙ্গে থাকবে গাঢ় রং ও ক্রোম ফিনিশ, যা বাইরের মরুভূমির দৃশ্যকে প্রতিফলিত করবে।
অতিথিদের অভ্যর্থনা জানাতে ট্রেনের রিসেপশন লাউঞ্জ সাজানো হয়েছে সৌদি ঘরবাড়ির বৈঠকখানার আদলে। এতে জ্যামিতিক নকশা ও হাতে খোদাই করা কাঠের কারুকাজ দেখা গেছে।
শয়নকক্ষগুলোতে থাকবে আর্ট ডেকো স্টাইলের ছোঁয়া। জানালায় পান্না রঙের পর্দা, কাঠের প্যানেলযুক্ত দেয়াল এবং নকশা করা সোফাও ব্যবহার করা হয়েছে।
১৪টি বগি বিশিষ্ট এই ট্রেনে থাকবে ৩৪টি স্যুট। রেস্তোরাঁর মেনু সাজাবেন স্থানীয় ও আন্তর্জাতিক শেফরা। এ ছাড়া করিডোরগুলোতে থাকবে সৌদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলন করে এমন সব ছবি ও শিল্পকর্ম। ট্রেনের বাইরের অংশে ব্যবহার করা হবে পালিশ করা ক্রোম, যার মধ্যে থাকবে বেগুনি রঙের আভা।
ট্রেনটি রিয়াদ থেকে কুরাইয়াত পর্যন্ত সৌদি রেলওয়ের নর্দার্ন রেলওয়ে নেটওয়ার্কে চলবে। এক বা দুই রাতের এই ভ্রমণে ট্রেনটি ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। দীর্ঘ এই দূরত্ব পাড়ি দেওয়ার সময় হাইল শহরে যাত্রাবিরতি থাকবে। আর সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় এই ভ্রমণের পরতে পরতে থাকবে বিশেষ সাংস্কৃতিক আয়োজন।
আর্সেনালে গ্রুপের সিইও পাওলো বারলেত্তা এক বিবৃতিতে এই ট্রেনকে ‘এক অনন্য ভ্রমণের অভিজ্ঞতা’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এটি হবে একটি সম্পূর্ণ নিমগ্ন অভিজ্ঞতা, যেখানে অতিথিরা মরুভূমির সৌন্দর্য ও সৌদি ঐতিহ্যের সঙ্গে বিলাসবহুল সেবার সমন্বিত স্বাদ পাবেন।
ড্রিম অব দ্য ডেজার্ট ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। তবে এর আগেই চলতি বছরের এপ্রিলে অনুরূপ একটি বিলাসবহুল ট্রেন ইতালিতে যাত্রা শুরু করবে।
মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ সৌদি আরবের বিস্তীর্ণ অঞ্চলে যাত্রীদের বিলাসবহুল ভ্রমণের অভিজ্ঞতা দিতে প্রস্তুত ড্রিম অব দ্য ডেজার্ট নামে একটি সুপার-লাক্সারি ট্রেন। ২০২৬ সালে চালু হতে যাওয়া এই ট্রেনটি হবে মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারকাবিশিষ্ট বিলাসবহুল ট্রেন। সম্প্রতি এই ট্রেনের অন্দরসজ্জার নকশা প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ইতালির বিলাসবহুল ব্র্যান্ড আর্সেনালে এসপিএ এবং সৌদি রেলওয়ে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। ফরাসি-বৈরুতভিত্তিক স্থপতি আলাইন আসমার দ’আম্মান ট্রেনটির নকশা করেছেন। সৌদি সংস্কৃতি ও ঐতিহ্য এই নকশায় প্রাধান্য পেয়েছে।
ট্রেনের নকশায় সৌদি আরবের আলউলা, মাদাইন সালেহ ও হাইলের মতো ঐতিহ্যবাহী স্থানের মোটিফ ব্যবহার করা হয়েছে। পুরো ট্রেনের রঙে মরুভূমির স্বর্ণালি ও বালুকাময় আবহের সঙ্গে থাকবে গাঢ় রং ও ক্রোম ফিনিশ, যা বাইরের মরুভূমির দৃশ্যকে প্রতিফলিত করবে।
অতিথিদের অভ্যর্থনা জানাতে ট্রেনের রিসেপশন লাউঞ্জ সাজানো হয়েছে সৌদি ঘরবাড়ির বৈঠকখানার আদলে। এতে জ্যামিতিক নকশা ও হাতে খোদাই করা কাঠের কারুকাজ দেখা গেছে।
শয়নকক্ষগুলোতে থাকবে আর্ট ডেকো স্টাইলের ছোঁয়া। জানালায় পান্না রঙের পর্দা, কাঠের প্যানেলযুক্ত দেয়াল এবং নকশা করা সোফাও ব্যবহার করা হয়েছে।
১৪টি বগি বিশিষ্ট এই ট্রেনে থাকবে ৩৪টি স্যুট। রেস্তোরাঁর মেনু সাজাবেন স্থানীয় ও আন্তর্জাতিক শেফরা। এ ছাড়া করিডোরগুলোতে থাকবে সৌদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলন করে এমন সব ছবি ও শিল্পকর্ম। ট্রেনের বাইরের অংশে ব্যবহার করা হবে পালিশ করা ক্রোম, যার মধ্যে থাকবে বেগুনি রঙের আভা।
ট্রেনটি রিয়াদ থেকে কুরাইয়াত পর্যন্ত সৌদি রেলওয়ের নর্দার্ন রেলওয়ে নেটওয়ার্কে চলবে। এক বা দুই রাতের এই ভ্রমণে ট্রেনটি ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। দীর্ঘ এই দূরত্ব পাড়ি দেওয়ার সময় হাইল শহরে যাত্রাবিরতি থাকবে। আর সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় এই ভ্রমণের পরতে পরতে থাকবে বিশেষ সাংস্কৃতিক আয়োজন।
আর্সেনালে গ্রুপের সিইও পাওলো বারলেত্তা এক বিবৃতিতে এই ট্রেনকে ‘এক অনন্য ভ্রমণের অভিজ্ঞতা’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এটি হবে একটি সম্পূর্ণ নিমগ্ন অভিজ্ঞতা, যেখানে অতিথিরা মরুভূমির সৌন্দর্য ও সৌদি ঐতিহ্যের সঙ্গে বিলাসবহুল সেবার সমন্বিত স্বাদ পাবেন।
ড্রিম অব দ্য ডেজার্ট ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। তবে এর আগেই চলতি বছরের এপ্রিলে অনুরূপ একটি বিলাসবহুল ট্রেন ইতালিতে যাত্রা শুরু করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৩ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে